ওয়েব ডেস্ক: কলকাতার যমজ শহর হাওড়াতেও এক ঝাঁক সেরা পুজো রয়েছে। কোনও অংশেই তারা পিছিয়ে নেই কলকাতার থেকে। হাওড়ার পুজোও এবার জমজমাট। রকমারি থিমে সেজে উঠেছে বিভিন্ন মণ্ডপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাওড়া চ্যাটার্জি পাড়া শুকতারা নাট্য সমাজ


গুজরাটের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সমুদ্র মন্থনের দৃশ্য দেখা যাবে মণ্ডপে।


আরও পড়ুন- শ্রীলেখার চোখে সেরা চোখ, সৌজন্যে সানরাইজ ফুড প্রাঃ লিঃ



তাঁতিপাড়া প্রতিশ্রুতি


পুজোর থিম রুটিনের ফাঁদে শৈশব কাঁদে। পড়াশুনার চাপে ক্ষুদেদের শৈশবযন্ত্রণার ছবিই ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপে


শুকতারা নাট্য সমাজ


পুজোর থিম উত্সব। উত্সবের জমজমাট মেজাজই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে


আরও পড়ুন- ২৪ঘন্টা মহাপুজোর সেরা আবাসন ও বিশেষ সম্মানের স্বীকৃতি


আন্দুল সর্বজনীন


আগে ছিল বনেদি বাড়ির পুজো। এখন তা সর্বজনীন। আন্দুলের চ্যাটার্জি বাড়ির পুজো দেখতে ষষ্টি থেকেই উপচে পড়া ভিড়



আন্দুল সবুজ সংঘ


নারী নির্যাতন ও তার থেকে মুক্তির ভাবনাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে



বাল্টিকুরি সদানন্দ স্মৃতি সংঘ


পুজোর থিম এভারেস্ট অভিযান। এভারেস্টের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ


অন্নপূর্ণা ব্যায়াম সমিতি


অন্নপূর্ণা ব্যায়াম সমিতির পুজোর হাওড়া অন্যতম বড় পুজো। রাজপ্রাসাদের ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপের ঝাড়লন্ঠন নজর কাড়বে দর্শকদের



ধাং বাড়ির পুজো


হাওড়ার বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম ধাং বাড়ির পুজো। পুজোর বয়স একশ তেতাল্লিশ বছর। সাবেকী রীতি মেনেই পুজো হয় এই বনেদি বাড়িতে।