২৪ঘন্টা মহাপুজোর সেরা আবাসন ও বিশেষ সম্মানের স্বীকৃতি

বাঙালির শ্রেষ্ঠ উদযাপন শারদোত্সব। এই পুজোকে নিয়ে বাঙালির বাঁধন হারা উচ্ছাস এবং সৃজনশীলতা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বেশ কয়েকবছর ধরে 'থিম' ভাবনাও যুক্ত হয়েছে তার সঙ্গে। সব মিলিয়ে পুজোর এই আবহটাকে ভিন্ন একটা স্বীকৃতি দেয় ২৪ ঘন্টা মহাপুজো সম্মান।

Updated By: Oct 8, 2016, 07:48 PM IST
২৪ঘন্টা মহাপুজোর সেরা আবাসন ও বিশেষ সম্মানের স্বীকৃতি

ওয়েব ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উদযাপন শারদোত্সব। এই পুজোকে নিয়ে বাঙালির বাঁধন হারা উচ্ছাস এবং সৃজনশীলতা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বেশ কয়েকবছর ধরে 'থিম' ভাবনাও যুক্ত হয়েছে তার সঙ্গে। সব মিলিয়ে পুজোর এই আবহটাকে ভিন্ন একটা স্বীকৃতি দেয় ২৪ ঘন্টা মহাপুজো সম্মান।

২০১৬ সালের দুর্গা পুজোয় ২৪ঘন্টা মহাপুজোর সেরা আবাসন বিভাগে প্রথম নির্বাচিত হল- "ডায়মন্ড সিটি সাউথ, টালিগঞ্জ-করুণাময়ী"। আর, দ্বিতীয় আসনটি ছিনিয়ে নিল- "বলাকা আবাসন, রাজারহাট-নিউটাউন"

আরও পড়ুন- শারদীয় চমক, সেরা আবাসন এইগুলোই

এখানেই শেষ নয়, ২৪ঘন্টা মহাপুজোর বিশেষ সম্মানে ভূষিত হয়েছে আরও দু'টি পুজো। সেই পুজো দুটি হল- "আলিপুর সর্বজনীন" এবং "বেলগাছিয়া সর্বজনীন"।

আরও পড়ুন- বড় পুজোয়, বড় প্রশ্ন!

.