ওয়েব ডেস্ক: আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার বেলেলিয়াস রোডের ১০টি দোকান। সোমবার রাতে বেলেনিয়াস রোডে লোহাপট্টিতে আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, সাত সকালে দমদম মেট্রো স্টেশনে আগুন। এক নম্বর প্ল্যাটফর্মের পাশে ব্যাটারি ঘরে হঠাতই আগুন লেগে যায়। সকাল ছটা দশ নাগাদ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের দুটি ইঞ্জিন। এলাকা ঘিরে রেখে চলে আগুন নেভানোর কাজ। আগুন লাগার কোনও প্রভাব পড়েনি মেট্রো চলাচলে। সঠিক সময়েই দমদম ছেড়েছে দিনের প্রথম মেট্রো।


আরও পড়ুন ধোনি এবং গম্ভীরের লড়াই নিয়ে স্বয়ং গোতি কী বললেন?


আরও পড়ুন ধোনি না বিরাট, কোন অধিনায়কের হয়ে সওয়াল করলেন বীরু?