ওয়েব ডেস্ক: বয়স এখনও এক বছরও হয়নি। কিন্তু তার দস্যিগিরিতে তটস্থ গোটা পাড়া। দস্যি হস্তি শাবককে ধরতে নাকানিচোবানি খাচ্ছেন বনকর্মীরা। মালবাজারের সাত নম্বর কলোনিতে সকাল থেকেই চলছে দস্যির দৌরাত্ম। তবে হাসিমুখেই সবাই  মেনে নিচ্ছে , কারণ শিশু হাতিটি প্রায় বিপদের মুখ থেকে ফিরে এসেছে। আর একটু হলেই তলিয়ে যেত তিস্তায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!


জানা গিয়েছে, ভোরে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিরিশটি হাতির দল গজলডোবার সাত নম্বর কলোনি দিয়ে তিস্তা পার হয়। নদী পারা-পারের সময় ভেসে যায় এই হাতিটি। পরে স্থানীয় বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে হাতিটিকে উদ্ধার করে।