এখন রাজ্যের এখানেও পাবেন ফ্রি ওয়াই ফাই পরিষেবা
কোন্ননগর ফেরিঘাটে চালু হল ওয়াই ফাই পরিষেবা। বিনামূল্যে এই পরিষেবা পাবেন সমস্ত যাত্রীরা। শুধু কোননগর ফেরি ঘাটই নয়, ওপর প্রান্তে পানিহাটি ঘাটেও এই পরিষেবা দেওয়া হচ্ছে। এই উদ্যোগ কোননগর পুরসভার।
ওয়েব ডেস্ক: কোন্ননগর ফেরিঘাটে চালু হল ওয়াই ফাই পরিষেবা। বিনামূল্যে এই পরিষেবা পাবেন সমস্ত যাত্রীরা। শুধু কোননগর ফেরি ঘাটই নয়, ওপর প্রান্তে পানিহাটি ঘাটেও এই পরিষেবা দেওয়া হচ্ছে। এই উদ্যোগ কোননগর পুরসভার।
পড়ুন-মোবাইলে ভিডিও দেখেন? যেকোনও মুহূর্তে আপনি গ্রেফতার হতে পারেন!
শপিং মল, বড় রেল স্টেশনে বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা আগেই চালু হয়েছিল। কিন্তু ফেরি ঘাটে ওয়াই ফাই পরিষেবা বিরল। কোননগর পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, অদূর ভবিষ্যতে পুরসভা ভবন, রবীন্দ্র ভবন এবং মাতৃসদন হাসপাতালেও এই পরিষেবা চালু করা হবে।
পড়ুন-তিন মাসের ফ্রি আনলিমিটেড ডেটা সস্তার এই স্মার্টফোনে
পার্কস্ট্রিট, সল্টলেক, হাওড়া, শিয়ালদহ স্টেশন সহ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় মেলে ফ্রি ওয়াই ফাই পরিষেবা।