অবৈধ বালি পাচার রুখতে সরকারি অভিযান
অবৈধ বালি পাচার রুখতে সরকারি অভিযান। দুর্গাপুরের লাউদোহায় ৩টি বালির ট্রাক্টর আটক করলেন ব্লক আধিকারিক সুভাষ সিনহা রায়। আটক করা হয়েছে ৩ টি কয়লা বোঝাই সাইকেলও। আজ সকালে মাদাইগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। তারপরই আটক করা হয় ট্রাক্টরগুলি। এলাকায় বালি মাফিয়াদের বাড়বাড়ন্তের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনিক গাফিলতির অভিযোগও বিস্তর। এবার সেই অভিযোগ ঝেড়ে ফেলেই তত্পর স্থানীয় প্রশাসন।
ওয়েব ডেস্ক: অবৈধ বালি পাচার রুখতে সরকারি অভিযান। দুর্গাপুরের লাউদোহায় ৩টি বালির ট্রাক্টর আটক করলেন ব্লক আধিকারিক সুভাষ সিনহা রায়। আটক করা হয়েছে ৩ টি কয়লা বোঝাই সাইকেলও। আজ সকালে মাদাইগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। তারপরই আটক করা হয় ট্রাক্টরগুলি। এলাকায় বালি মাফিয়াদের বাড়বাড়ন্তের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনিক গাফিলতির অভিযোগও বিস্তর। এবার সেই অভিযোগ ঝেড়ে ফেলেই তত্পর স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন ছেলের সঙ্গে করিনার প্রথম ছবিটা দেখেছেন?
অন্যদিকে, শীতের ব্যাটিং গড় এবার কার্যত চোদ্দোয় আটকে। মাঝে একবার শুধু বারো। তা বাদ দিলে, মূলত চোদ্দোর ঘরেই ঘোরাফেরা করছে শীত। আজও সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তা এক ডিগ্রি বেড়েছে। এবার প্রথম থেকেই চালিয়ে ব্যাট করছে শীত। ঠান্ডা রয়েছে। তবে কনকনে, হাড়কাঁপানো ঠান্ডা বলতে যা বোঝায়, তা এখনও সেভাবে অনুভূত হয়নি। বড়দিন আসতে চললেও, সেই আক্ষেপ তাই রয়েই গিয়েছে।