ওয়েব ডেস্ক: সিন্ডিকেট-ধরপাকড়ের মধ্যেই ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল। ফের শিক্ষাঙ্গনে তাণ্ডব। রাজারহাটের ডিরোজিও কলেজে ব্যাপক ভাঙচুর । আজ ছাত্রসংসদের দখল নিতে আসে ডাম্পি ঘনিষ্ঠ এক পক্ষ। সেসময়ে ঘটনাস্থলেই ছিলেন কাউন্সিলর অনুগামী অন্য একটি দল। জিএস বনাম প্রাক্তন জিএসের লড়াইয়ে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেধড়ক লাঠিচার্জ করে পুলিস।


হাওড়ায় তৃণমূল নেতার বাড়িতে বোমা ছুড়ে চম্পট দিল দুষ্কৃতীরা


উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এর আগেও বহুবার এসেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙর কলেজে আরাবুল ইসলামের নানান বিতর্কিত কার্যকলাপ যার অন্যতম। এর পাশাপাশি উত্তরবঙ্গের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজেও উঠেছিল তৃণমূলের হস্তক্ষেপের অভিযোগ। সম্প্রতি বেলুড় লালবাবা কলেজে বালির বিধায়িকা বৈশালী ডালমিয়াকেও তৃণমূলেরই ছাত্রসংসদের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায়। সেখানেও অভিযোগ ছিল যে, বৈশালী লালবাবার পরিচালন সমিতিতে নিজের লোক ঢোকাতে চাইছেন।


উত্তরপাড়া থানায় ঢুকে তাণ্ডব চালাল গাড়ি চালক