ওয়েব ডেস্ক: টেরাকোটা নামটার সঙ্গে শুরুতেই আসে বাঁকুড়া জেলার নাম। কিন্তু বাঁকুড়া ছাড়াও রাজ্যের কিছু অঞ্চল যুক্ত টেরাকোটার সঙ্গে। এমন একটি জায়গার নাম হল উত্তর দিনাজপুর।উত্তর দিনাজপুরেও টেরাকোটার কাজে যুক্ত গোটা একটা গ্রামের মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে এখানে শিল্পকে বাঁচিয়ে রাখা শিল্পীদের কাছে বেশ কঠিন কাজ ছিল। এতদিন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হিমশিম খেতে হয়েছে  এই শিল্পীদের। পেটের টানে ভিনরাজ্য এমনকি ভিনদেশেও পাড়ি দিতে হয়েছে। কিন্তু এখন রাজ্য সরকারের  উদ্যোগে পরিস্থিতির বদল ঘটেছে অনেকটাই। শিল্পকে বাঁচিয়ে রাখা অনেকটা সহজ হয়েছে। নিজস্ব পরিচিতি পেয়েছে টেরাকোটা গ্রাম হাটপাড়া।


পড়ুন পণপ্রথার বিরুদ্ধে কন্যাশ্রীদের উদ্যোগ