ওয়েব ডেস্ক : ফের রাজ্যের হাসপাতালে আক্রমণ। এবার রামপুরহাট হাসপাতালে আক্রান্ত ওয়ার্ড মাস্টার। রোগীর পরিবারের বিরুদ্ধে অমিত ধর নামে ওই ওয়ার্ড মাস্টারকে মারধরের অভিযোগ উঠেছে। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ছাত্রীর নগ্ন ছবি তুলল যুবক


জানা গেছে, আজ ভোর ৫টা ১৫ মিনিটে হাসপাতালে ভর্তি হয় এক রোগী। পরিবারের দাবি, রোগীর অবস্থা আশঙ্কাজন জেনেও দেরিতে আসেন চিকিত্‍সক। এরপরই ক্ষেপে ওঠেন রোগীর পরিবারের সদস্যরা। গতকালই রামপুরহাট হাসপাতালে চিকিত্‍সককে মারধর এবং ভাঙচুরের ঘটনা ঘটে। আজ ফের একই ধরনের ঘটনায় সমস্ত কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুপারের কাছে হাসপাতাল চত্ত্বরে পুলিস ক্যাম্প বসানোর দাবি।