শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ছাত্রীর নগ্ন ছবি তুলল যুবক

শারীরিক সম্পর্কে রাজি না হেলে মোবাইলে তোলা নগ্ন ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি যুবকের। এর জেরে অপমানিত হয়ে আত্মহত্যা করল ক্লাস এইটের ছাত্রী। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়।

Updated By: Sep 15, 2016, 03:54 PM IST
শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ছাত্রীর নগ্ন ছবি তুলল যুবক

ওয়েব ডেস্ক : শারীরিক সম্পর্কে রাজি না হেলে মোবাইলে তোলা নগ্ন ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি যুবকের। এর জেরে অপমানিত হয়ে আত্মহত্যা করল ক্লাস এইটের ছাত্রী। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়।

অভিযোগ, সৌমেন হালদার নামে প্রতিবেশী যুবক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রায়ই উত্যক্ত করত ওই ছাত্রীকে। রাজি না হওয়ায় গোপনে মোবাইলে তার নগ্ন ছবি তোলে সৌমেন। এরপর ক্রমাগত সেই ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিতে থাকে সে।  এঘটনা বাড়িতে বাবা-মাকে জানায় ওই ছাত্রী। তাঁরা কথা বলেন সৌমেনের পরিবারের সঙ্গে। এতেও অবশ্য কাজ হয়নি।

অপমানের ভয়ে আজ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। তাতে সৌমেন ও তার পরিবারকেই দায়ী করেছে ওই ছাত্রী। পরে গ্রাম থেকে পালানোর সময় সৌমেনকে ধরে গণপিটুনি দেন গ্রামবাসীরা। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস।

.