ওয়েব ডেস্ক: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আক্রান্ত হয়েছেন বাঁকুড়ার রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বরুণ মণ্ডল ও তৃণমূলকর্মী তারাপদ মণ্ডল। 


সবাইকে মন্ত্রী করা যাবে না: মমতা


গতকাল রাতে পঞ্চায়েত থেকে সভা সেরে বাড়ি ফেরার পথে ল্যদড়া মোড়ের কাছে তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ। আক্রান্তেরা তৃণমূলের জগন্নাথ মাহাতো গোষ্ঠীর অনুগামী। অনিল মাহাতো গোষ্ঠীর অনুগামীরা রাস্তা আটকে তাঁদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ আক্রান্তদের। গুরুতর জখম দুজনকে প্রথমে রাইপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও হামলার ঘটনায় তাঁর অনুগামীদের জড়িয়ে থাকর কথা অস্বীকার করেছেন অনিল মাহাতো।