ওয়েব ডেস্ক : তীব্র দহনের পর স্বস্তি। গতকালের পর আজও সুখবর শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘ ঘনীভূত হয়েছে। যারফলে আজও বিকালে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।


গতকালের বৃষ্টির পর তাপমাত্রা ও গরমের দাপট বেশ খানিকটা কমেছে দক্ষিণবঙ্গে। গতকাল সন্ধ্যায় প্রচণ্ড গরম থেকে স্বস্তি দেয় বৃষ্টি। কালবৈশাখী হয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কিন্তু, এবছর রেকর্ড গড়েছে তাপপ্রবাহের দিন সংখ্যাও। এপ্রিলে প্রায় এক সপ্তাহ ধরে চলেছে লু। মে মাসেও দুদিন তাপপ্রবাহ চলেছে। আপাতত তিন-চারদিন একটু সদয় হবে প্রকৃতি। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে।