মা বাবা তখনও ভারতের নাগরিক নন, সন্তান জন্মালো ভারতীয় হয়েই
দিনহাটার মধ্য মশালডাঙায় আমরা খোঁজ পেলাম, জেহাদের। জীবন শুরুর আগেই যার অস্তিত্বের লড়াই শুরু, তার নাম আর কিই বা হতে পারে! সামনে এল, লড়াইয়ের এক অনন্ত ইতিহাস।
ওয়েব ডেস্ক: দিনহাটার মধ্য মশালডাঙায় আমরা খোঁজ পেলাম, জেহাদের। জীবন শুরুর আগেই যার অস্তিত্বের লড়াই শুরু, তার নাম আর কিই বা হতে পারে! সামনে এল, লড়াইয়ের এক অনন্ত ইতিহাস।
৬ বছরের জেহাদ। জন্ম, দিনহাটা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। এ পর্যন্ত দেখতে-শুনতে সব ঠিকঠাক। কিন্তু সবটাই তো রূপকথার মতো সুন্দর হয় না!
বাবা শাহজাহান আলি, মা আসমা বিবি। ছিটমহলের বাসিন্দা ছিলেন দুজনই। পরিচয় নেই। অধিকার নেই। শুধু মনের মধ্যে ছিল জেদ। যে সন্তান তখনও জন্ম নেয়নি, তখন থেকেই লড়াই শুরু তাঁর জন্য। জেহাদ জন্ম নেয়। ভারতের মাটিতে, ভারতের নাগরিক হয়ে।
গতবছর আনুষ্ঠানিকভাবে ছিটমহল হস্তান্তরের পর শাহজাহান-আসমাও এখন ভারতের স্বাধীন নাগরিক। তবে ছেলে জেহাদের জন্য স্বাধীনতা কিন্তু তাঁরা লড়াই করে ছিনিয়ে নেন, সেই ছ-বছর আগেই।