ওয়েব ডেস্ক: মাধ্যমিকে প্রথম, শৌভিক বর্মন। দ্বিতীয় স্থানে রয়েছে ৩ জন। বাঁকুড়ার সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী তিতাস দুবে, হুগলির ঘুটিয়াবাজার বিনোদিনী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা পাল এবং দুবরাজপুর শ্রীশ্রী সারদা বিদ্যাপীঠের ছাত্র রোমিক দত্ত যুগ্মভাবে দ্বিতীয়। তিনজনের প্রাপ্ত নম্বর ৬৮২। চাকদা রামলাল অ্যাকাডেমির ছাত্র শুভ্রজিত্‍ মণ্ডল ও রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র অনীক ঘোষ ৬৮১ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নজিরবিহীনভাবে মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা ১৭। সারদা বিদ্যাপীঠের সৃজিতা দাস এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শ্রেনাংস চ্যাটার্জি নবম স্থান পেয়েছে।