ওয়েব ডেস্ক: বাউল গান ভালোবাসেন মুখ্যমন্ত্রী। বাউলদের জীবনযাত্রায় যাতে একটু স্বাচ্ছন্দ্য আনা যায় তা নিয়েও বারবার সচেষ্ট হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও তুলে দিয়েছেন তানপুরা, কখনও মাসোহারা। বাউল সম্প্রদায়ের কাছে জয়দেবের মেলা অত্যন্ত প্রিয়। আজ বীরভূমে সেই মেলারই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শুধু মেলার আনুষ্ঠানিক উদ্বোধনই নয়, বাউল সম্প্রদায়ের জন্য সরকারের তরফে বেশ কিছু সাহায্য-সহযোগিতারও ঘোষণা করা হবে। এর পিছনে শুধুই কি ভালোলাগা, নাকি রাজনীতির ছোঁয়াও রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাউল সম্প্রদায়কে কাছে টানা,ভালোবাসার সঙ্গে রাজনীতির রসায়ন রয়েছে। এই অঞ্চল একসময় ছিল বামেদের স্বর্গরাজ্য। মাঝে কিছুদিন বিজেপি দাপিয়ে বেড়ালেও ফের নিয়ন্ত্রকের ভূমিকায় তৃণমূল কংগ্রেস। ভোটে বেশ কয়েকটি আসনে জেতা-হারার অঙ্ক নির্ভর করছে এই সম্প্রদায়ের ওপর। সেকারণেই কি ছুটে আসা মুখ্যমন্ত্রীর? রথ দেখা ও কলা বেচা দুটোই হবে।