ওয়েব ডেস্ক: সোমবার বামেদের ডাকা ধর্মঘটকে রুখতে নেতা, মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছেন জনজীবন স্বাভাবিক রাখার। আজ কালীঘাটে নেতা, মন্ত্রীদের নিয়ে বৈঠক সারেন তৃণমূল সুপ্রিমো। নোট দুর্ভোগ ইস্যুকে সর্বাত্মক আন্দোলনে পরিনত করতে দলের সবাইকে পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোট দুর্ভোগের প্রতিবাদের সোমবার কী অচল হবে রাজ্য? একদিকে তৃণমূলের আক্রোশ দিবস। অন্যদিকে বারো ঘণ্টা বনধের ডাক দিয়ে পথে নামার ডাক দিয়েছে বামেরাও। কী হবে সোমবার সবুজ শিবিরের রণকৌশল? তা ঠিক করতেই দলের নেতা, মন্ত্রীদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নেতা মন্ত্রীদের সাফ জানিয়ে দিয়েছেন, বামেদের ডাকা ধর্মঘট রুখতে হবে। স্বাভাবিক রাখতে হবে জনজীবন।


আরও পড়ুন- নোট বাতিলের জেরে আত্মঘাতী হয়েছেন এক ব্যবসায়ী


ধর্মঘট রুখতে তৃণমূল সুপ্রিমো সোমবার দলের সমস্ত নেতা, মন্ত্রীদের পথে নামার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নোট দুর্ভোগ নিয়ে লাগাতার আন্দোলনের কর্মসূচিও বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী।


আরও পড়ুন- সেবার আড়ালেই চলত শিশু কেনাবেচার জমাটি ব্যবসা