ওয়েব ডেস্ক: বিড়াল পোষার শখ হয়েছিল জলপাইগুড়ি, রাজগঞ্জের সাদ্দাম হোসেনের। কুড়িয়ে পেয়েও গেলেন বিড়াল ছানা। তাও দু-দুটো। তবে পোষা হল না। কারণ বিড়াল ভেবে যাদের  এনেছিলেন, তারা মোটেই তেমন বিড়াল নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিষ্টি বিড়াল ছানা দুটোকে দেখে আর চোখ ফিরাতে পারছেন না! ভাবছেন এমন দু একটা পুষ্যি থাকলে বেশ হত! সাদ্দাম হোসেনেও এমনটাই হয়েছিল। সকালে চাষের কাজে মাঠে গিয়ে এমন মিষ্টি ছানাকে দেখে আর সামলাতে পারেনি রাজগঞ্জ সাহেবপাড়ার বাসিন্দা সাদ্দাম। কোলে তুলে বাড়িতে নিয়ে আসেন ছানাটিকে। বিকেলে মাঠে দেখা মেলে অবিকল আরেকটা ছানার। তাকেও ঘরে নিয়ে আসেন পুষবেন বলে। 


আরও পড়ুন- রাস্তার উপর পড়ে স্টোনচিপস, ট্রেকার পিষে দিল শিশুকে


কিন্তু ও কি! ছানাগুলিকে দেখে বিড়াল কেন ভয়ে পালাচ্ছে? চমকে ওঠেন সাদ্দাম। খবর পেয়ে সাদ্দামের বাড়িতে হাজির গোটা গ্রাম। আসলে এরা বিড়ালই নয়! বন দফতর এসে শাবকদুটিকে ওই মাঠেই ফিরিয়ে দিয়েছে। মনে করা হচ্ছে পাশের চা বাগান থেকে শাবক দুটি চলে এসেছে। পরে মা চিতাবাঘ এসে ওই মাঠ থেকেই তাদের ফিরিয়ে নিয়ে যাবে।


আরও পড়ুন, ভয়াবহ আগুন হাওড়ার ফোরশোর রোডে