ওয়েব ডেস্ক: নোট বাতিলের জেরে টান পড়েছে প্রণামীর বাক্সে। বিভিন্ন মন্দির কর্তৃপক্ষও নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, পাঁচশ, হাজারের নোট নেওয়া হবে না। এদিকে খুচরোর সঙ্কটে কুড়ি, পঞ্চাশ টাকাও কম পড়ছে প্রণামীতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নগরে আগুন লাগলে তার আঁচ থেকে দেবালয় কি রক্ষা পায়? কোনও নগরে আগুন লাগেনি বটে। তবে নোট বাতিলের পুরোদস্তুর প্রভাব পড়েছে দেবালয়ে। মহারাষ্ট্র, অন্ধপ্রদেশের বিত্তশালী মন্দির তো বটেই। এরাজ্যের বহু মন্দিরেও প্রভাব পড়েছে ভালই। বিশেষ করে প্রণামীর ক্ষেত্রে।


আরও পড়ুন নোট বাতিলের ধাক্কায় এবার কী পশ্চিমবঙ্গ হস্ত শিল্প মেলার বিক্রিবাটায় প্রভাব পড়বে?


বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আসেন। ভক্তদের প্রণামীতে পাঁচশ,হাজারের নোট কম থাকে না। তবে সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ড রীতিমত নোটিশ দিয়ে ঘোষণা করেছে পাঁচশ, হাজার টাকার নোট নেওয়া হবে না। আর খুচরো সঙ্কটে পঞ্চাশ, একশো টাকার নোট প্রণামী দিয়ে হাতছাড়া করতে চাইছেন না সাধারণ মানুষ। স্বাভাবিক ভাবেই কমেছে প্রণামীর অঙ্ক।


একই হাল বীরহাটার বড়মা মন্দিরে। কমেছে ভিড়, কমেছে প্রণামীও। প্রণামী কমেছে পূর্ব মেদিনীপুরের বর্গভীমা মন্দিরে। কমেছে পুজোর ডালা বিক্রি। কিছুদিন আগেও ভক্তেরা পুজো দেওয়ার জন্য কিনতেন বেশি টাকার ডালা। এখন কিন্তু ছবিটা একেবারে আলাদা। শুধু সর্বমঙ্গলা, বর্গভীমা মন্দির বলে নয়। জনসমাগম হয়, ভাল প্রণামী পড়ে এমন সব মন্দিরেই নোট বাতিলের ধাক্কায় একই হাল।


আরও পড়ুন ২০১৬-তে সবথেকে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের তালিকা