২০১৬-তে সবথেকে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের তালিকা
এই ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট সিরিজটা শুধু দু-দেশেরই ক্রিকেট লড়াই হচ্ছে না। বরং, দুই সেরা ক্রিকেটারের শ্রেষ্ঠত্ব বিচারেরও লড়াই চলছে এই সিরিজের মধ্যে। ২০১৬ সালের সবথেকে বেশি আন্তর্জাতিক রানের মালিক কে হবেন? তাই নিয়েই চলছে লড়াই। অবশ্য এটা শুধু টেস্টের বিচারে নয়। টেস্ট, একদিনের ম্যাচ এবং টি২০, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সবথেকে বেশি রান করলেন কে, লড়াই চলছে সেটা নিয়েই।
![২০১৬-তে সবথেকে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের তালিকা ২০১৬-তে সবথেকে বেশি রান করা ১০ ব্যাটসম্যানের তালিকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/19/70728-runbaire19-11-16.jpg)
ওয়েব ডেস্ক: এই ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট সিরিজটা শুধু দু-দেশেরই ক্রিকেট লড়াই হচ্ছে না। বরং, দুই সেরা ক্রিকেটারের শ্রেষ্ঠত্ব বিচারেরও লড়াই চলছে এই সিরিজের মধ্যে। ২০১৬ সালের সবথেকে বেশি আন্তর্জাতিক রানের মালিক কে হবেন? তাই নিয়েই চলছে লড়াই। অবশ্য এটা শুধু টেস্টের বিচারে নয়। টেস্ট, একদিনের ম্যাচ এবং টি২০, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সবথেকে বেশি রান করলেন কে, লড়াই চলছে সেটা নিয়েই।
আরও পড়ুন রিকি পন্টিংকে সরিয়ে নতুন কোচ নিয়োগ করল মুম্বই ইন্ডিয়ান্স
আর এই লড়াইয়ে খানিকটা পিছনে রয়েছেন বিরাট কোহলি। সামান্য এগিয়ে রয়েছেন জো রুট। ভাইজাগ টেস্টের প্রথম ইনিংসে বিরাট যদি ডাবল সেঞ্চুরিটা পেতেন তাহলে ব্যবধান আরও খানিকটা কমে যেত বইকি! আপাতত দুজনের রানের ব্যবধান মাত্র ৬৪। তিন নম্বরে থাকা ডেভিড ওয়ার্নার প্রায় শ'চারেক রান পিছনে। তাই বাকি টেস্ট সিরিজেও বিরাট বনাম রুটের লড়াই চলবে। দেখেই নিন তালিকাটা। কোন ১০ জন ক্রিকেটার চলতি বছরে সবথেকে বেশি রান করেছেন।
আরও পড়ুন অশ্বিন জাদুতে ল্যাজ গুটিয়ে গেল সিংহের!