ওয়েব ডেস্ক: ফের মার খেল পুলিস। মালদহের শ্রীপুরে। বোমাবাজির অভিযোগ পেয়ে কংগ্রেস নেতা মোহব্বত শেখকে ধরতে যান পুখুরিয়া থানার ৫ কর্মী। উর্দিধারীদের পিটিয়েছে মোহব্বতের সাঙ্গোপাঙ্গরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারও মাথায় ধারাল অস্ত্রের ক্ষত। কারও হাতে বুকে চোট। পার পাননি মহিলা পুলিসকর্মীও। অপরাধ? ওঁরা অপরাধী ধরতে গিয়েছিলেন। গ্রামবাংলায় রাজনৈতিক নেতাকে গ্রেফতার করতে গেলে কী হয়, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ওই পাঁচজন। কী হয়েছিল?


আরও পড়ুন রানাঘাটে মরণোত্তর দেহদানের অঙ্গীকার সাংসদ মমতাবালা ঠাকুর সহ ১২৫ জন


শ্রীপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের সেলিনা বিবি ও তাঁর স্বামী মোহব্বত শেখ। দিনকতক আগে পঞ্চায়েতের এক বৈঠকে গুণ্ডামি ও বোমাবাজির অভিযোগ ওঠে মোহব্বতের বিরুদ্ধে। পুলিসের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মোহব্বতকে গ্রেফতার করতে যায় তারা। কিন্তু, কংগ্রেস নেতার দলবল পুলিসের গাড়ি ঘিরে ভাঙচুর চালায়। মাথায় আঘাত পেয়েছেন, দুই SI হাসিময় শিকদার ও আরশাদ। আবুজা, মায়া চৌধুরী ও আতাউর রহমান নামে আহত তিন পুলিসকর্মী হাসপাতালে ভর্তি। অভিযুক্ত মোহব্বত শেখ ও সেলিনা পলাতক। 


অভিযুক্তদের পাল্টা অভিযোগ, পুলিস মহিলাদের ওপর অত্যাচার করাতেই গ্রামবাসীরা প্রতিরোধ করেছেন। গ্রামবাসীরা অবশ্য বলছেন, মোহব্বত ও সেলিনার জন্যই তাঁদের জীবন ওষ্ঠাগত। অভিযুক্ত কংগ্রেস দম্পতিকে খুঁজছে পুলিস।


আরও পড়ুন অপারেশন চলাকালীন আগুন কাটোয়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে!