ওয়েব ডেস্ক: জাতীয় সড়কে পড়ে বাঘের মাথা। তার জেরে বন্ধ হয়ে গেল কিনা যান চলাচল। রায়গঞ্জের পাওয়ার হাউসের সামনের ঘটনা এটা। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আজ সকালে স্টাফড বাঘের মাথা দেখতে পান এলাকাবাসী। জমিদার বাড়ি বা রাজবাড়িতে যেমন বাঘের মাথা ঝোলানো থাকে ঠিক তেমনই। চোখগুলি পাথরের হলেও চামড়া, করোটি ও দাঁত একেবারে আসল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!


অতি উত্সােহী কয়েকজন এলাকাবাসী বাঘের কয়েকটি দাঁতও খুলে নিয়ে চলে যান। পরে বাঘের মাথাটি রাস্তার ধারে সরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হলেও বনকর্মীরা আসেননি বলে অভিযোগ স্থানীয়দের।


আরও পড়ুন  কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!