আজ সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার শুনানি। কেন অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে কি না, টাটা মোটর্সের কাছে তা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত। উত্তর দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছিল টাটা মোটর্স কর্তৃপক্ষ। আজ টাটাদের তরফে সেই উত্তর দেওয়া হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিঙ্গুর মামলার পরবর্তী শুনানি দুই দিনে হবে। আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো আজকের পর কালকেও চলতে পারে মামলার শুনানি। ক্ষমতায় আসার পর অনিচ্ছুকদের জমি ফেরত দেওয়ার জন্য অর্ডিনান্স জারি করে সিঙ্গুরে টাটার জমি নিয়ে নেয় তৃণমূলের সরকার। অর্ডিনান্সে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় টাটা মোটর্স কর্তৃপক্ষ। এই শুনানির পর সিঙ্গুর মামলার নিষ্পত্তি হয় কিনা, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।


আজ শ৪র্ষ আদালতে সারদা-তদম্তে সি বি আইয়ের ওপর নজরদারির আবেদনের পাশাপাশি শুনানি হবে সিঙ্গুর মামলার৷‌ জোড়া মামলার শুনানিতে নজর রাখছে রাজ্য সরকার।