ওয়েব ডেস্ক : পথের যুদ্ধে জয়। ভোটের যুদ্ধে জয়। কোর্টেও যুদ্ধেও জয়। এবার? এখন সিঙ্গুর চাইছে শিল্প। কৃষিও থাকুক, শিল্পও আসুক। আদালতের রায় বেরোনোর পর এখন এটাই চাইছেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনিচ্ছুক চাষিরাই এখন বলছে একথা। বহু সংগ্রামের পর জয় এসেছে। চাষের জমিতে ধানই ফলাতে চান সিঙ্গুরবাসী। কিন্তু, সব জমিতে এখন আর চাষ সম্ভব নয়। জমিযুদ্ধে পেরিয়ে গেছে দশটি বছর। প্রজন্ম বদলেছে। পৃথিবী বদলেছে। বদলেছে প্রয়োজন। কৃষিও থাকুক। শিল্পও আসুক। সোনার ফসলের ব্যাকড্রপে ভোঁ তুলুক কারখানার সাইরেন। এখন এটাই স্বপ্ন সিঙ্গুরবাসীর।


আরও পড়ুন, মমতার সিঙ্গুর জয় : যে আটটি কারণে সিঙ্গুরে বাম সরকারের জমি অধিগ্রহণ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট