ওয়েব ডেস্ক: একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরেই  উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এমনটাই ভাবনাচিন্তা করছে  স্কুল সার্ভিস কমিশন। একবার শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পরই যাতে ফের পদ শূন্য পদ তৈরি না  হয়, তাই এই সিদ্ধান্ত।  একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকদের বেতনের হার উচ্চ প্রাথমিকের থেকে বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!


তাই  উচ্চ প্রাথমিকে চাকরিতে যোগ দিয়েও অনেকে  তা ছেড়ে একাদশ ও দ্বাদশের পদেই চাকরির সুযোগ নিতে পারেন। তখন ফের উচ্চ প্রাথমিকে শিক্ষকের পদ  ফাঁকা হয়ে যাবে।এই  সমস্যা মেটাতেই এবার তাই আগে একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সারা হবে। তারপর হবে উচ্চ প্রাথমিক এবং নবম দশম শ্রেনির  নিয়োগ প্রক্রিয়া।  


আরও পড়ুন  এবার ওয়াটসনের কুকর্মের কথা বললেন মিচেল জনসন!