ওয়েব ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে আদিগঙ্গায় পড়ে গেল টোটো। আর তাতেই মৃত্যু হল এক যুবকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বেনেচাঁদনি মোড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টোটো চড়ে সন্ধেবেলা বেড়াতে বেড়িয়েছিলেন চার বন্ধু। হঠাতই আদিগঙ্গায় পড়ে যায় টোটোটি। তিন বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও তলিয়ে যান সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় সোনারপুর থানার পুলিস। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনি এসে যুবকের দেহ উদ্ধার করে। মৃত যুবক আইসক্রিমের ব্যবসা করতেন। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।


আরও পড়ুন- নোট বাতিলে দেশজুড়ে সঙ্কটের মাঝে এরাজ্যেই উদ্ধার হল দু কোটি টাকা!


উল্লেখ্য, অতীতে বহুবার রাস্তায় টোটো গাড়ির চলাচলের বিষয়টি নিয়ে আইনি মঞ্চে আলোচনা হয়েছে। কলকাতা হাইকোর্ট পর্যন্ত এই বিষয়ে মতামত জানিয়েছিল।


আরও পড়ুন-৮-ই নভেম্বর রাতের সাধুবাদ ক্রমশ ফিকে হচ্ছে, ঝামেলায় পড়ছেন সাধারণ মানুষ