ওয়েব ডেস্ক:জেলাতে বনধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। সাধারন ধর্মঘটে অশান্তি রুখতে কড়া পুলিসি ব্যবস্থা চোখে পড়ল মালদায়। সাধারণ ধর্মঘটের জেরে বাস চলাচল কিছুটা কম উত্তর দিনাজপুরেও। সরকারি বাস রাস্তায় নামলেও সকাল থেকেই বেসরকারি বাসের সংখ্যা চোখে পড়ার মতো কম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। সেবক রোড, বিধান মার্কেট, হিল কার্ট রোডের দোকান পাট পুরো বন্ধ। সাধারন ধর্মঘটে অশান্তি রুখতে কড়া পুলিসি ব্যবস্থা চোখে পড়ল মালদায়। শহরের  বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিস। রাস্তায় বেসরকারি বাস কম  নামলেও সরকারি বাস  চলছে অন্যান্য দিনের মতোই।মুর্শিদাবাদে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে।  সব অফিস খোলা। সকালে একটি বেসরকারি বাসের কাচ ভেঙে দেয় ধর্মঘটীরা। 


সরকারি বাস চললেও, বেসরকারি বাস চলছে না। রাস্তা ঘাট ফাঁকা। ধর্মঘট ঘিরে অশান্তির খবর এল কোচবিহার থেকে। দুটি সরসকারি বাস ভাঙচুরের অভিযোগ উঠল ধর্মঘটকারীদের বিরুদ্ধে।  ওই ঘটনায় মোট চার জন ধর্মঘট সমর্থককে গ্রেফতার করে পুলিস। আসানসোলে জনজীবন মোটের ওপর স্বাভাবিক। বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম। পশ্চিম মেদিনীপুরে বন্ধের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। নদিয়ায় বনধের মিশ্র প্রভাব পড়েছে। হুগলিতে বনধের মিশ্র প্রভাব পড়েছে।