ওয়েব ডেস্ক: ভর্তিকে কেন্দ্র করে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষ হাওড়ার নরসিংহ দত্ত কলেজে। সংঘর্ষের সময় লোহার রড ও উইকেট নিয়ে পরস্পরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দুপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ঘটনার জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন। এরপরেই টিএমসিপি জেলা সভাপতি তুফান ঘোষকে ঘেরাও করেন একদল টিএমসিপি সমর্থক। হামলা হয় সংবাদমাধ্যমের ওপরেও। মারধর করে কেড়ে নেওয়া হয় চিত্র সাংবাদিকের মোবাইল। পরে বিশাল পুলিস বাহিনী কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ইছাপুরে বেপরোয়া দুষ্কৃতি তাণ্ডব


প্রসঙ্গত, ছাত্র ভর্তিকে ঘিরে কোনও রকম গণ্ডগোল যে সরকার বরদাস্ত করবে না তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েও দিয়েছেন যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়, ছাত্রছাত্রীদের সাহায্য করার নামে কোনও রকম টিএমসিপির ক্যাম্প খোলা যাবে না কলেজ-বিশ্ববিদ্যালয় চত্বরে। তারপরেও এই ধরণের ঘটনায় শাসকদলের ছাত্র সংগঠনের নাম জড়িয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে শিক্ষাকে রাজনীতিমুক্ত করার সদিচ্ছা নিয়েই।