ওয়েব ডেস্ক : জমি দখলের চেষ্টার অভিযোগকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বোলপুরের সিয়ান। চলল দফায় দফায় বোমাবাজি। ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি বাড়িও। আহত হয়েছেন তিন মহিলা সহ সাত জন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এরাজ্যেই কেনও তৈরি হচ্ছে অস্ত্র?


এই অঞ্চলে মোলডাঙা আদিবাসী গ্রামে বাসিন্দাদের জমি জবরদখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েতের সভাপতি বাবুলাল হাঁসদার লোকজন এই ঘটনার পিছনে বলেও দাবি স্থানীয়দের। মোলডাঙার খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই আদিবাসীরা। অভিযোগ, কিছুদিন ধরেই এখানকার চারটি পরিবারকে জমি থেকে উত্‍খাতের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় গোটা আদিবাসী পাড়া। এরপরই ছড়ায় অশান্তির আগুন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী, RAF। আতঙ্কে এলাকাছাড়া গ্রামবাসীরা।