ওয়েব ডেস্ক: শ্রাবণ মাস প্রায় শেষ। কেমন কাটছে বর্ষায়? বৃষ্টি কি একটু বেশই ঝরছে স্বাধীনভাবে? নাকি আপনি যেমন চাইছেন, বৃষ্টি ততটাও হচ্ছে না। তবে, বৃষ্টি নিয়ে গোটা রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের নান বক্তব্য থাকতে পারে। কিন্তু প্রশ্নটা যদি হয় গরম নিয়ে, তাহলে সবারই উত্তর হবে এক। উফ্ অসহ্য গরম। ঠিকই তাই। তা আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে কলকাতা কিংবা জেলার আবহাওয়া?  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?


আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী চব্বিশ ঘণ্টায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ জেলাগুলির আকাশ থাকবে মেঘলা।


আরও পড়ুন  বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!