জোট ছাড়াও ইতিমধ্যেই প্ল্যান বিও ছকে ফেলেছেন রাজ্য সিপিএমের শীর্ষনেতারা

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। দিল্লিতে জোরদার জোট তত্পরতা। বামসঙ্গ চেয়ে দরবার প্রদেশ নেতৃত্বের। বল এখন সোনিয়া গান্ধীর কোর্টে। তবে শুধুই কংগ্রেস নয় রাজ্যের বাম শিবিরের নজরও এখন দশ জনপথেই। তবে শুধুই জোটের ওপর ভরসা করে দুহাজার ষোলোর শক্তিপরীক্ষায় নামতে নারাজ  বামেরা। প্ল্যান এ বাম-কংগ্রেস জোট হলেও ইতিমধ্যেই প্ল্যান বিও ছকে ফেলেছেন রাজ্য সিপিএমের শীর্ষনেতারা।  কীরকম সেই প্ল্যান বি? অ্যাকশন প্ল্যানের নিরিখে বাছাই করা কেন্দ্রগুলিকে ভাগ করা হয়েছে তিনটি পর্যায়ে। কলকাতা বিধানসভার এগারোটি কেন্দ্রকে ভাগ করা হয়েছে সন্ত্রাস এবং  সাংগঠনিক শক্তির ভিত্তিতে। তৃতীয় পর্যায়ে রাখা হয়েছে এমন কেন্দ্রগুলিকে যেখানে সন্ত্রাসের আশঙ্কার পাশাপাশিই দুর্বল বামেদের সাংগঠনিক শক্তিও। এবং সেই নিরিখেই ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে কে কে হবেন সেনাপতি। কে কে হচ্ছেন ভোট যুদ্ধে সেনাপতি।চলুন একনজরে দেখে নেওয়া যাক:

Updated By: Feb 6, 2016, 09:44 AM IST
জোট ছাড়াও ইতিমধ্যেই প্ল্যান বিও ছকে ফেলেছেন রাজ্য সিপিএমের শীর্ষনেতারা

ওয়েব ডেস্ক: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। দিল্লিতে জোরদার জোট তত্পরতা। বামসঙ্গ চেয়ে দরবার প্রদেশ নেতৃত্বের। বল এখন সোনিয়া গান্ধীর কোর্টে। তবে শুধুই কংগ্রেস নয় রাজ্যের বাম শিবিরের নজরও এখন দশ জনপথেই। তবে শুধুই জোটের ওপর ভরসা করে দুহাজার ষোলোর শক্তিপরীক্ষায় নামতে নারাজ  বামেরা। প্ল্যান এ বাম-কংগ্রেস জোট হলেও ইতিমধ্যেই প্ল্যান বিও ছকে ফেলেছেন রাজ্য সিপিএমের শীর্ষনেতারা।  কীরকম সেই প্ল্যান বি? অ্যাকশন প্ল্যানের নিরিখে বাছাই করা কেন্দ্রগুলিকে ভাগ করা হয়েছে তিনটি পর্যায়ে। কলকাতা বিধানসভার এগারোটি কেন্দ্রকে ভাগ করা হয়েছে সন্ত্রাস এবং  সাংগঠনিক শক্তির ভিত্তিতে। তৃতীয় পর্যায়ে রাখা হয়েছে এমন কেন্দ্রগুলিকে যেখানে সন্ত্রাসের আশঙ্কার পাশাপাশিই দুর্বল বামেদের সাংগঠনিক শক্তিও। এবং সেই নিরিখেই ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে কে কে হবেন সেনাপতি। কে কে হচ্ছেন ভোট যুদ্ধে সেনাপতি।চলুন একনজরে দেখে নেওয়া যাক:

ভোটযুদ্ধে সেনাপতি

কেন্দ্র- কাশীপুর বেলগাছিয়া: সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- দেবাঞ্জন চক্রবর্তী
বিধানসভা কমিটির আহ্বায়ক- রাজদেও গোয়ালা
বিশেষ আমন্ত্রিত সদস্য-৫

কেন্দ্র- শ্যামপুকুর সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- তরুণ ব্যানার্জি, খোকন মজুমদার
বিধানসভা কমিটির আহ্বায়ক- বিশ্বজিত্ ভট্টাচার্য
বিশেষ আমন্ত্রিত সদস্য-৩

কেন্দ্র- জোড়াসাঁকো
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- অনাদি সাহু, দেবাঞ্জন চক্রবর্তী, সংগ্রাম চ্যাটার্জি
বিধানসভা কমিটির আহ্বায়ক- রাহুল ভট্টাচার্য
বিশেষ আমন্ত্রিত সদস্য-৩

কেন্দ্র-মানিকতলা
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- মানব মুখার্জি, তরুণ ব্যানার্জি, রূপা বাগচী
বিধানসভা কমিটির আহ্বায়ক- দেবাশিস রায়
বিশেষ আমন্ত্রিত সদস্য-২

কেন্দ্র- চৌরঙ্গি
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- অনাদি সাহু, আনোয়ারা মির্জা, সংগ্রাম চ্যাটার্জি
বিধানসভা কমিটির আহ্বায়ক- সংগ্রাম চ্যাটার্জি
বিশেষ আমন্ত্রিত সদস্য-২

কেন্দ্র- বেলেঘাটা
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- মানব মুখার্জি
বিধানসভা কমিটির আহ্বায়ক- প্রশান্ত চ্যাটার্জি
বিশেষ আমন্ত্রিত সদস্য-৫

কেন্দ্র- এন্টালি
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- লক্ষ্মীমণি ব্যানার্জি,
বিধানসভা কমিটির আহ্বায়ক- মণি রায়
বিশেষ আমন্ত্রিত সদস্য-৩

কেন্দ্র- টালিগঞ্জ
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- কল্লোল মজুমদার, দীপঙ্কর দে
বিধানসভা কমিটির আহ্বায়ক- সুদীপ সেনগুপ্ত
বিশেষ আমন্ত্রিত সদস্য-২

কেন্দ্র- বালিগঞ্জ
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- দেবব্রত বিন্দু, আনোয়ারা মির্জা
বিধানসভা কমিটির আহ্বায়ক- গৌতম গাঙ্গুলি
বিশেষ আমন্ত্রিত সদস্য-১

কেন্দ্র-কসবা
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- দীপঙ্কর দে
বিধানসভা কমিটির আহ্বায়ক-প্রসাদ গুহ
বিশেষ আমন্ত্রিত সদস্য-৪

কেন্দ্র- মেটিয়াবুরুজ
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- কল্লোল মজুমদার
বিধানসভা কমিটির আহ্বায়ক- দীপঙ্কর দে
বিশেষ আমন্ত্রিত সদস্য-২

কেন্দ্র- রাসবিহারী
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- প্রসাদ গুহ
বিধানসভা কমিটির আহ্বায়ক- সত্য ঘোষ
বিশেষ আমন্ত্রিত সদস্য-২

কেন্দ্র- ভবানীপুর
সম্পাদকমণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত- দেবব্রত বিন্দু
বিধানসভা কমিটির আহ্বায়ক- এখনও স্থির হয়নি
বিশেষ আমন্ত্রিত সদস্য-১

এই তালিকা থেকেই স্পষ্ট কোন কোন কেন্দ্র এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে বামেদের কাছে। মূলত উত্তরের কয়েকটি কেন্দ্রেই এবার লড়াই হবে জমজমাট।

.