রাষ্ট্রপতি পদে শিবসেনার পছন্দ ভাগবত

ভারতকে 'হিন্দু রাষ্ট্র' গড়তে চাইলে রাষ্ট্রপতির পদে মোহন ভাগবতই যোগ্যতম ব্যক্তি বলে মনে করছে শিবসেনা। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হলে আগামী জুলাইতেই ওই পদে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে আরএসএস সরসংঘচালকের নামটি সুকৌশলে ভাসিয়ে দিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। কিন্তু, রাষ্ট্রপতি পদে হঠাত্‍ ভাগবতের নাম কেন তুলল উদ্ধব ঠাকুরের দল?

Updated By: Mar 28, 2017, 11:21 AM IST
রাষ্ট্রপতি পদে শিবসেনার পছন্দ ভাগবত

ওয়েব ডেস্ক: ভারতকে 'হিন্দু রাষ্ট্র' গড়তে চাইলে রাষ্ট্রপতির পদে মোহন ভাগবতই যোগ্যতম ব্যক্তি বলে মনে করছে শিবসেনা। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হলে আগামী জুলাইতেই ওই পদে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে আরএসএস সরসংঘচালকের নামটি সুকৌশলে ভাসিয়ে দিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। কিন্তু, রাষ্ট্রপতি পদে হঠাত্‍ ভাগবতের নাম কেন তুলল উদ্ধব ঠাকুরের দল?

ভাগবতের পক্ষে সওয়াল করতে গিয়ে নিজেমুখেই সঞ্জয় জানিয়েছেন যে ভারতকে 'হিন্দু রাষ্ট্র' হিসাবে গড়ে তোলার জন্যে দেশের শীর্ষ সাংবিধানিক পদে মোহন ভাগবতই তাঁদের সেরা পছন্দ। রাউতের কথায়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হিন্দুত্বের 'সাবেক পোস্টার বয়' এবং ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং যোগী, তাই রাষ্ট্রপতির পদে মোহন ভাগবতের মতো বিচক্ষণ, সংবিধান সম্পর্কে জ্ঞানী এবং অবশ্যই হিন্দুত্বের অন্যতম সেরা মুখকেই দরকার।

কিন্তু এসবের পরেও শিবসেনার এই মন্তব্যের মধ্যে 'রাজনীতির গন্ধ'ও পাচ্ছে রাজনৈতিক মহল। তাদের বক্তব্য, এমনিতে মোদীর বিজেপি রাষ্ট্রপতি পদে এতদিন এল.কে আদবাণী, সুমিত্রা মহাজন, সুষমিা স্বরাজের মতো নামগুলি নিয়েই ভাবছিল। সেখানে হঠাত্‍ করে আরএসএস প্রধানের নামটি সুকৌশলে তুলে দিয়ে আসলে বিজেপিকে 'বেকায়দায় ও অস্বস্তিতে' ফেলতে চাইল উদ্ধবের শিবসেনা। কারণ, আরএসএস-কে সরাসরি চটানো কখনই সম্ভব নয় বিজেপির পক্ষে। তবে গোটা বিষয় নিয়ে সংঘের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু লুটিয়েন্সের দিল্লিতে এবিষয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গেছে যা খুব দ্রুতই ঝড়ের আকার নেবে বলে মনে করছেন পোড় খাওয়া রাজনীতিকরা। (আরও পড়ুন- আদিত্যনাথের 'অ্যান্টি রোমিও স্কোয়াড'-কে সমর্থন BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের)

.