বৃষ্টিতে কাকভেজা হয়েই অনুশীলনে কোচ বিশ্বজিত ও ইস্টবেঙ্গল

তুমুল বৃষ্টির ফলে ক্লাবের মাঠের অবস্থা খারাপ। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে দল নিয়ে প্রথমবার মাঠে নামলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ বিশ্বজিত ভট্টাচার্য। প্রাক মরশুম অনুশীলনে প্রথমদিন অবশ্য বল ছুঁলেন না ফুটবলাররা। ঘন্টা খানেকের অনুশীলনে জোর দেওয়া হল ফ্যিজিকাল ট্রেনিং ও পেশি শক্তি বাড়ানোর দিকে। নয়া কোচের কড়া নজরের মধ্যে অনুশীলন করলেন রাহুল বেকে,বিকাশ জাইরুরা। মরশুমের প্রথম অনুশীলন বলে মেহতাবদের কড়া অনুশীলন করাননি বিশ্বজিত। সময় যত গড়াবে তত বাড়বে ট্রেনিংয়ে সময়। প্রথমদিন দলকে অনুশীলন করিয়ে খুশি বিশ্বজিত। 

Updated By: Jul 9, 2015, 08:01 PM IST
বৃষ্টিতে কাকভেজা হয়েই অনুশীলনে কোচ বিশ্বজিত ও ইস্টবেঙ্গল

ব্যুরো: তুমুল বৃষ্টির ফলে ক্লাবের মাঠের অবস্থা খারাপ। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে দল নিয়ে প্রথমবার মাঠে নামলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ বিশ্বজিত ভট্টাচার্য। প্রাক মরশুম অনুশীলনে প্রথমদিন অবশ্য বল ছুঁলেন না ফুটবলাররা। ঘন্টা খানেকের অনুশীলনে জোর দেওয়া হল ফ্যিজিকাল ট্রেনিং ও পেশি শক্তি বাড়ানোর দিকে। নয়া কোচের কড়া নজরের মধ্যে অনুশীলন করলেন রাহুল বেকে,বিকাশ জাইরুরা। মরশুমের প্রথম অনুশীলন বলে মেহতাবদের কড়া অনুশীলন করাননি বিশ্বজিত। সময় যত গড়াবে তত বাড়বে ট্রেনিংয়ে সময়। প্রথমদিন দলকে অনুশীলন করিয়ে খুশি বিশ্বজিত। 

মরশুমের শুরু থেকেই ড্রেসিংরুমের শৃঙ্খলা ধরে রাখতে মরিয়া বিশ্বজিত। বৃহস্পতিবার অনুশীলনে দেরিতে যোগ দেওয়ায় কিছুক্ষণ আলাদা অনুশীলন করেন সিনিয়র ফুটবলার অর্ণব মণ্ডল। প্রথমদিন বলে অর্ণবকে ছেড়ে দিয়েছেন বিশ্বজিত। তবে ভবিষ্যতে দেরিতে আসা ফুটবলারদের জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে গোটা দলকে এক পরিবারে পরিনত করাই লক্ষ্য নতুন কোচের। প্রতিদিন অনুশীলন শেষে ড্রেসিংরুমে অন্তত আধ ঘন্টা ফুটবলারদের একসঙ্গে সময় কাটাতে বলেছেন তিনি। 

খুব কাছে এসেও ইস্টবেঙ্গলকে আই লিগ জেতাতে পারেননি ট্রেভর মর্গ্যান। হাইপ্রোফাইল ব্রাজিলিয়ান কোচ মার্কোস ফালোপাকে দলের দায়িত্ব দিয়েও সাফল্য আসেনি। আর্মান্দো কোলাসোর জমানাতেও আই লিগে সেকেন্ড বয় হিসেবে শেষ করেছিল লালহলুদ। আর শেষ কোচ এলকো সাতোরির সময় ট্রফি তো আসেইনি। উল্টে ড্রেসিংরুমে উত্তপ্ত হয়ে উঠেছে বারবার। সাফল্যের হাইওয়েতে উঠতে বাঙালি কোচকে ফের হটসিটে বসিয়েছেন কর্তারা। দলকে ট্রফি জয়ের মুখ দেখানোর চ্যালেঞ্জ বিশ্বজিত ভট্টাচার্যের সামনে। ঢিল ছোড়া দুরত্বে পাশের ক্লাব আই লিগ জিতেছে বাঙালি কোচের ওপর আস্থা রেখে। তাই লালহলুদে বিশ্বজিতকে নিয়ে প্রত্যাশা আরও বেশি। বৃহস্পতিবার সকালে দলকে প্রথমবার অনুশীলন করিয়ে যখন ড্রেসিংরুমে ফিরছেন নয়া কোচ তখন তাকে ঘিরে ধরলেন সমর্থকরা। ফুল দিতে শুভেচ্ছা জানানো হল। বিশ্বজিত অবশ্য ভালোই জানেন ট্রফি জিততে না পারলে এই ফুলই কাঁটা হয়ে উঠবে। 

অতীতের ব্যর্থতা মুছে দল নিয়ে সামনের দিকে তাকাতে চাইছেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তিন বছর খেলা বিশ্বজিত ভট্টাচার্য। 

.