ইস্ট - মোহন ডার্বির আগে তেতে উঠেছে শিলিগুড়ি

Updated By: Sep 23, 2017, 05:10 PM IST
ইস্ট - মোহন ডার্বির আগে তেতে উঠেছে শিলিগুড়ি

ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর আগে ইস্টবেঙ্গল - মোহনবাগান ডার্বি নিয়ে উত্তেজনায় ফুটছে শিলিগুড়ি। রবিবারের ডার্বির আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে দুদলই। তবে টিকিট বিক্রি নিয়ে একটু চাপে আছেন উদ্যোক্তারা। 

রবিবার ড্র করলেই ঘরোয়া লিগ ঘরে তুলবে ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানকে খেতাব জিততে গেলে জিততেই হবে। এই পরিস্থিতিতে মেপে ঘুঁটি সাজাচ্ছেন দুদলের সেনাপতিই। একদিকে যেমন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল আমনা ও প্লাজাকে ফলা করে আক্রমণ সাজানোর পরিকল্পনা করছেন তেমনই ক্রোমা ও কামোর ওপর আস্থা রাখছেন মোহনবাগানের হেডকোচ সঞ্জয় সেন। 

দক্ষিণ বঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে নাজেহাল অবস্থা শিলিগুড়িবাসীর। সবে চলতে শুরু করেছে ট্রেন। এই পরিস্থিতিতে কলকাতা থেকে কজন সমর্থক শিলিগুড়ি পৌঁছতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। তার ওপর পুজোর আগে ডার্বিতে তেমন সাড়া নেই স্থানীয়দের মধ্যেও। তবে ইস্টবেঙ্গলের ৮ম কলকাতা লিগ জয়ের সাক্ষী হতে শেষ মুহূর্তে শিলিগুড়ির ফুটবল পাগল জনতা মাঠ ভরাবেন বলে আশাবাদী উদ্যোক্তারা। 

.