দেশের মাটিতে তিন বছর পর টেস্টে শতরান কোহলির, গম্ভীর মঞ্চে ভাল জায়গায় ভারত

Updated By: Oct 8, 2016, 05:19 PM IST
 দেশের মাটিতে তিন বছর পর টেস্টে শতরান কোহলির, গম্ভীর মঞ্চে ভাল জায়গায় ভারত

ভারত-২৬৭/৩
(কোহলি-১০৩ অপ, রাহানে-৭৯ অপ)

ওয়েব ডেস্ক: সিরিজে একেবারেই রানের মধ্যে ছিলেন না। ফর্মে যখন ফিরলেন, তখন হাতাতালি যেন থামছেই না।  ইন্দোর টেস্টের প্রথম দিনে শতরান করলেন বিরাট কোহলি। টেস্টে কোহলির এটা ১৩ তম শতরান। দেশের মাটিতে চতুর্থ শতরান। শেষবার দেশের মাটিতে কোহলি সেঞ্চুরি করেছিলেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন বছর পর দেশের মাটিতে শতরান করার পর কোহলি দারুণ খুশি।

কোহলির অপরাজিত শতরান আর রাহানের অপরাজিত ৭৯ রানের সুবাদে ইন্দোর টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। সব মিলিয়ে ৩-০ হওয়ার মঞ্চটা তৈরি হয়ে গেল।  চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করার পর থেকেই টেস্টে সেভাবে ফর্মের মধ্যে ছিলেন না কোহলি।

আরও পড়ুন- খেলার সব খবর

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফেরা গম্ভীর ২৯ রানে আউট হওয়ার পর ভারত সমস্যায় পড়ে। পূজারা (৪১) আউট হওয়ার পর সেই সমস্যাটা আরও বাড়ে। সেখান থেকে দলকে নিশ্চিন্ত জায়গায় নিয়ে যায় কোহলি-রাহানের পার্টনারশিপ। চতুর্থ উইকেটে কোহলি-রাহানে ১৬৭ রানের অবিচ্ছেদ্য পার্টনারিশপ গড়েছেন। কোহলি অপারিজত ১০৩ রানে, রাহানে ব্যাট করছেন ৭৯ রানে।

.