সাবলীলভাবে বেঙ্গালুরুর রাস্তায় অটো ছোটালেন ক্লার্ক

মাইকেল ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক। দুহাজার চার সালে বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। দুহাজার সতেরো সালে আরেকটি বিষয় হাতেখড়ি হল সেই বেঙ্গালুরু শহরেই। গার্ডেন সিটিতে অটো চালানো শিখে ফেললেন ক্লার্ক। চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন ক্লার্ক।

Updated By: Mar 3, 2017, 09:05 AM IST
 সাবলীলভাবে বেঙ্গালুরুর রাস্তায় অটো ছোটালেন ক্লার্ক

ওয়েব ডেস্ক: মাইকেল ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক। দুহাজার চার সালে বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। দুহাজার সতেরো সালে আরেকটি বিষয় হাতেখড়ি হল সেই বেঙ্গালুরু শহরেই। গার্ডেন সিটিতে অটো চালানো শিখে ফেললেন ক্লার্ক। চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন ক্লার্ক।

আরও পড়ুন আইপিএলে নয়া নিয়ম, উদ্বোধনী অনুষ্ঠান থাকছে ইডেনেও

পুণে টেস্ট তিন দিনে গুটিয়ে যাওয়ায় আগেভাগেই বেঙ্গালুরু পৌছে যায় দুদল। ফাঁকা সময় দেখে বেঙ্গালুরুর রাস্তায় নেমে পড়লেন ক্লার্ক। বসলেন অটো ড্রাইভারের সিটে। হাতে অটোর স্টিয়ারিং। কয়েক মিনিটের মধ্যেই কেল্লা ফতে। সাবলীলভাবে বেঙ্গালুরুর রাস্তায় অটো ছোটালেন ক্লার্ক। ক্রিকেটারদের বাইক প্রেম অজানা নয়। কিন্তু মাইকেল ক্লার্কের অটো প্রেম দেখে কিন্তু চমকে গেছেন অনেকেই।

আরও পড়ুন  প্রথম টেস্টে হারের বদলা নেওয়ার প্রস্তুতি শুরু ভারতের

.