বিসিসিআই বনাম লোধা কমিটির লড়াইয়ের ফয়সলা আজও হল না সুপ্রিম কোর্টে

আজ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ছিলেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। শোনার অপেক্ষায় ছিলেন যে, বিসিসিআই এবং লোধা কমিটির রিপোর্টের এই দ্বন্ধে কে জেতে শেষ পর্যন্ত। কিন্তু আজ কিছুই হল না এই বিষয়ে। কারণ, বিসিসিআই এবং লোধা কমিটির সংঘাতের রায়দান আপাতত স্থগিতই রাখল সুপ্রিম কোর্ট।

Updated By: Oct 17, 2016, 08:32 PM IST
 বিসিসিআই বনাম লোধা কমিটির লড়াইয়ের ফয়সলা আজও হল না সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক: আজ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ছিলেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। শোনার অপেক্ষায় ছিলেন যে, বিসিসিআই এবং লোধা কমিটির রিপোর্টের এই দ্বন্ধে কে জেতে শেষ পর্যন্ত। কিন্তু আজ কিছুই হল না এই বিষয়ে। কারণ, বিসিসিআই এবং লোধা কমিটির সংঘাতের রায়দান আপাতত স্থগিতই রাখল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন জীবনের সেরা শিক্ষাটা কোনও ক্রীড়াবিদ হিসেবে আমাদের দিয়েছেন অনিল কুম্বলে

আজ শুনানিতে লোধা কমিটির প্রস্তাব কার্যকর করতে কী কী সমস্যা, সেইদিকটা আদালতে তুলে ধরেন বিসিসিআইয়ের আইনজীবী কপিল সিব্বল। মাননীয় বিচারতির কাছে তিনি কিছুটা অতিরিক্ত সময় চেয়ে নেন। বিচারতিও সেই অনুরোধ মন দিয়ে শুনে তার জন্য আরও একটু সময় দিয়ে, আজই এই বিষয়ে রায়দান করা নিয়ে বিরত থাকেন। তাই বিসিসিআই বনাম লোধা কমিটির রিপোর্টের যে লড়াই চলছে, তার শেষ আজও হল না।

আরও পড়ুন  জানেন আমাদের কোটি টুইটে সবথেকে বেশি কোন খাবারের নাম থাকে?

 

.