ফিক্সিং কেলেংকারিতে আরও তিন পাকিস্তানি ক্রিকেটারের নাম

স্পট ফিক্সিং কেলেংকারিতে জড়াল আরও তিন পাকিস্তানি ক্রিকেটারের নাম। লন্ডনে এই মামলার শুনানির দ্বিতীয় দিনে স্পট ফিক্সিংয়ে জড়িত সন্দেহে উঠে আসে কামরান আকমল, উমর আকমল আর ওয়াহাব রিয়াজের নাম

Updated By: Oct 7, 2011, 01:59 PM IST

স্পট ফিক্সিং কেলেংকারিতে জড়াল আরও তিন পাকিস্তানি ক্রিকেটারের নাম। লন্ডনে এই মামলার শুনানির দ্বিতীয় দিনে স্পট ফিক্সিংয়ে জড়িত সন্দেহে উঠে আসে কামরান আকমল, উমর আকমল আর ওয়াহাব রিয়াজের নাম। লন্ডনের ক্রাউন কোর্টে সলমান বাট আর মহম্মদ আসিফকে নিয়ে স্পট ফিক্সিংয়ের শুনানি চলছে।তিন পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ বুকি মাজহার মাজেদের কাছ থেকে এরা নির্দেশ নিয়ে গেছিলেন। পাশাপাশি শুনানিতে চাঞ্চল্যকরভাবে উঠে এসেছে ক্রিকেট ম্যাচ গড়াপেটার খরচের হিসেব। টেস্ট ম্যাচ গড়াপেটা করতে নাকি খরচ হয় সাড়ে সাত কোটি টাকা।টি-টোয়েন্টি ম্যাচ গড়াপেটার খরচ প্রায় তিন কোটি টাকা। দুবাই,মুম্বাই,লন্ডন,করাচি থেকেই মূলত উপমহাদেশে ম্যাচ গড়াপেটা চালানো হয়। এশীয় মার্কেটে ম্যাচ গড়াপেটায় লেনদেন হয় বছরে প্রায় চল্লিশ কোটি টাকা।

Tags:
.