পারিবারিক বিবাদের জেরে ঘরে তালা লাগিয়ে দুজনকে পুড়িয়ে খুন

পারিবারিক বিবাদের জের। ঘাটালের সুন্দরপুরে ঘরে তালা লাগিয়ে দুজনকে পুড়িয়ে খুন । অগ্নিদগ্ধ অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি। স্বামী বাইরে কাজ করেন, বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে থাকতেন ফতেমা খাতুন। আজ ভোররাতে ফতেমা খাতুনের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। অভিযোগ, বাইরে থেকে তালা লাগিয়ে, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়তে পুড়তে চিত্কার করতে থাকেন ফতেমা খাতুন এবং তাঁর ছেলে-মেয়ে। ফতেমা খাতুনের পাশের বাড়িতেও বাইরে থেকে তালা লাগানো ছিল। মৃত অবস্থায় উদ্ধার হয় মহিলার ছেলে ও মেয়ে। অগ্নিদগ্ধ অবস্থায় ফতেমা বিবিকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ফতেমার অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তাঁর দেওর। আজ সকালে ঘটনাস্থলে পুলিস গেলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব তাঁরা। ফতেমার দেওরের বাড়িতেও চড়াও হন গ্রামবাসীরা।

Updated By: Jun 16, 2017, 09:00 AM IST
পারিবারিক বিবাদের জেরে ঘরে তালা লাগিয়ে দুজনকে পুড়িয়ে খুন

ওয়েব ডেস্ক: পারিবারিক বিবাদের জের। ঘাটালের সুন্দরপুরে ঘরে তালা লাগিয়ে দুজনকে পুড়িয়ে খুন । অগ্নিদগ্ধ অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি। স্বামী বাইরে কাজ করেন, বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে থাকতেন ফতেমা খাতুন। আজ ভোররাতে ফতেমা খাতুনের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। অভিযোগ, বাইরে থেকে তালা লাগিয়ে, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়তে পুড়তে চিত্কার করতে থাকেন ফতেমা খাতুন এবং তাঁর ছেলে-মেয়ে। ফতেমা খাতুনের পাশের বাড়িতেও বাইরে থেকে তালা লাগানো ছিল। মৃত অবস্থায় উদ্ধার হয় মহিলার ছেলে ও মেয়ে। অগ্নিদগ্ধ অবস্থায় ফতেমা বিবিকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ফতেমার অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তাঁর দেওর। আজ সকালে ঘটনাস্থলে পুলিস গেলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব তাঁরা। ফতেমার দেওরের বাড়িতেও চড়াও হন গ্রামবাসীরা।

উত্তপ্ত পাহাড়, একাধিক জায়গায় আগুন লাগানোর অভিযোগ মোর্চার বিরুদ্ধে

সচিন তেন্ডুলকরের পর এবার যুবরাজের কাছে বিশ্বকাপ দাবি করলেন সৌরভ গাঙ্গুলি

.