'বাবা গেলেও আমি মৃত্যু পর্যন্ত তৃণমূল করব', প্রকাশ্য সভায় বার্তা মুকুল পুত্রের

Updated By: Oct 16, 2017, 03:02 PM IST
'বাবা গেলেও আমি মৃত্যু পর্যন্ত তৃণমূল করব', প্রকাশ্য সভায় বার্তা মুকুল পুত্রের

নিজস্ব প্রতিবেদন: "বাবা দল ছাড়লেও আমি তৃণমূলেই থাকব। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা", মুকুল রায়ের দল ছাড়ার পর এই প্রথম প্রকাশ্য জনসভায় তৃণমূলেই থাকার বার্তা দিলেন শুভ্রাংশু রায়। আরও একধাপ এগিয়ে মুকুলের 'চাকরবৃত্তির' অভিযোগ উড়িয়ে দিয়ে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় জানালেন, "আমি কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যেই বিধায়ক হয়েছি।" তিনি যে মমতার অনুগত সৈনিক, এদিন সেকথায় বুঝিয়ে দেন মুকুল-পুত্র। "যতদিন বেঁচে থাকব, তৃণমূল কংগ্রেস করব। মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী মেনে চলব", উত্তর ২৪ পরগনায় তৃণমূলের আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এই মন্তব্য শোনা গেল  শুভ্রাংশু রায়ের মুখে।   

আরও পড়ুন- বিদায় বেলাতেও রক্ষণাত্মক মুকুল রায়

এদিন একই মঞ্চ থেকে মুকুল পুত্রের সামনেই মুকুলকে বিঁধেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "তৃণমূল কংগ্রেস ছেড়ে কেন গেলেন উনি (মুকুল রায়)? কেন বিজেপিতে গেলেন? ছেলেকেও পর্যন্ত বলে গেলেন না।" আরও একধাপ এগিয়ে তিনি এও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ছেড়ে তিনি যেখানেই যান, যে রাজনীতিতেই যান, তাঁকে বিপাকে পড়তে হবে।" 

আরও পড়ুন- মুকুল রায়ের দলত্যাগ, রাজ্য রাজনীতিতে প্রভাব পড়বে না : বিমান বসু

 

.