আউশগ্রাম কাণ্ডের প্রতিবাদে গুসকরায় আজ অধীর চৌধুরীর সভায় 'না' প্রশাসনের

আউশগ্রাম কাণ্ডের প্রতিবাদে আজ গুসকরায় অধীর চৌধুরীর সভার অনুমতি দিল না প্রশাসন। আইন শৃঙ্খলার কারণেই প্রদেশ কংগ্রেস সভাপতির সভার অনুমতি দেওয়া হয়নি। জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আউশগ্রামে আগামিকাল অনুব্রত মণ্ডলের সভা। আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ।

Updated By: Jan 30, 2017, 08:49 AM IST
আউশগ্রাম কাণ্ডের প্রতিবাদে গুসকরায় আজ অধীর চৌধুরীর সভায় 'না' প্রশাসনের

ওয়েব ডেস্ক: আউশগ্রাম কাণ্ডের প্রতিবাদে আজ গুসকরায় অধীর চৌধুরীর সভার অনুমতি দিল না প্রশাসন। আইন শৃঙ্খলার কারণেই প্রদেশ কংগ্রেস সভাপতির সভার অনুমতি দেওয়া হয়নি। জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আউশগ্রামে আগামিকাল অনুব্রত মণ্ডলের সভা। আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ।

আরও পড়ুন- ভাঙড়ের স্থানীয় বাসিন্দাদের দিল্লি নিয়ে যাওয়ার কথা বললেন অধীর চৌধুরী

শনিবার রাত থেকেই পুলিসের তল্লাশি অভিযান শুরু হয়। রবিবার সকালে গ্রামের পথে পথে ঘোরে পুলিস। পুলিসের দাবি, গ্রামবাসীদের ভরসা দিতেই পুলিসের গ্রামে গ্রামে ঘোরা। কিন্তু তাতে আতঙ্ক কাটেনি গ্রামের মানুষের। বাড়ির গেটে তালা। রাতভর বাইরে থাকার পর দুপুর দিকে কেউ কেউ গ্রামে ফেরেন। কিন্তু অধিকাংশই গ্রামে ঢুকতে ভয় পাচ্ছেন। কেউ কেউ আত্মীয় বাড়ি গেছেন। যাদের সেরকম ব্যবস্থা নেই, সম্বল নেই, শীতের রাতে মাঠই তাঁদের ভরসা।

আরও পড়ুন- স্নান করতে দেরি, তাই মদ্যপ বাবার হাতে মার খেয়ে মৃত্যু ছেলের

.