গোর্খাল্যান্ড আবেগই ভরসা মোর্চা নেতৃত্বের, আগাম জামিনের আবেদন নথিভুক্ত হল হাইকোর্টে

চরম সঙ্কটে গোর্খাল্যান্ড আবেগই ভরসা মোর্চা নেতৃত্বের। আপাতত, গোর্খাল্যান্ড আবেগই হাতিয়ার করছেন গুরুংরা।

Updated By: Jun 8, 2015, 09:23 PM IST
গোর্খাল্যান্ড আবেগই ভরসা মোর্চা নেতৃত্বের, আগাম জামিনের আবেদন নথিভুক্ত হল হাইকোর্টে

ওয়েব ডেস্ক: চরম সঙ্কটে গোর্খাল্যান্ড আবেগই ভরসা মোর্চা নেতৃত্বের। আপাতত, গোর্খাল্যান্ড আবেগই হাতিয়ার করছেন গুরুংরা।

মোর্চার তৃণমূল স্তরের সংগঠকদের নিয়ে আজ থেকে পাতলেবাসে বৈঠক করছেন মোর্চা সভাপতি। আগামী ১০দিন এই বৈঠক চলবে। চরম গোপনীয়তা চলা এই বৈঠকে মোর্চার তৃণমূল স্তরের সংগঠকদের ডেকে পাঠানো হয়েছে।

আজ হাজির ছিলেন বাদামটাম, মংপুং ও কালিম্পংয়ের নেতাকর্মীরা।দলীয় কর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিমল গুরুং। মোর্চা সভাপতির স্পষ্ট নির্দেশ, মানুষকে বোঝাতে হবে, গোর্খাল্যান্ডের দাবি চেপে দেওয়ার জন্যই তাঁদের গ্রেফতারির ষ়ডযন্ত্র করছে সরকার। যদিও, মোর্চা নেতাদের দাবি পাহাড়ের শান্তি বজায় রাখতেই সাংগঠনিক বৈঠক করছেন তাঁরা।

আগাম জামিনের আবেদন জানালেন মোর্চা নেতারা। আজ হাইকোর্টে গুরং সহ নয় শীর্ষ মোর্চা নেতার আগাম জামিনের আবেদন নথিভুক্ত হয়েছে।  আগামী বুধবার বিচারপতি অসীমকুমার রায়ের এজলাসে এই মামলার শুনানি। সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত ২৩ মোর্চা নেতাকে ইতিমধ্যেই গ্রেফতারের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। কুড়িদিনের মধ্যে সিবিআইকে এই নির্দেশকার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।তারপরই তড়িঘড়ি আজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন মোর্চা নেতারা।

.