অবিকল মহম্মদ রফির মত গলা, গান গেয়ে করোনা নিয়ে সচেতনতা প্রচার করছেন টোটো চালক আব্দুল

সাধারণ মানুষ কে গান শুনিয়ে মনের জোর বাড়াতে সাহায্য করছেন টোটো চালক আব্দুল মহম্মদ মুজফফর। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 22, 2020, 01:12 PM IST
অবিকল মহম্মদ রফির মত গলা, গান গেয়ে করোনা নিয়ে সচেতনতা প্রচার করছেন টোটো চালক আব্দুল

নিজস্ব প্রতিবেদন : ইচ্ছা ছিল মহম্মদ রফির মত গায়ক হবেন। তবে সেটা আর হয়ে ওঠে নি। আর্থিক পরিস্থিতির কারণে টোটো চালিয়ে সংসার চালান জলপাইগুড়ির মালব্লকের ওদলাবাড়ি গ্রামপঞ্চায়েতের চুইয়া বস্তির বাসিন্দা আব্দুল মহম্মদ মুজফফর। এবার পুজোর আগে করোনা আতঙ্কে জেরবার সাধারণ মানুষ। করোনাকালে মানুষের মনে শান্তি নেই। তাই সাধারণ মানুষ কে গান শুনিয়ে মনের জোর বাড়াতে সাহায্য করছেন টোটো চালক আব্দুল মহম্মদ মুজফফর। 

অবিকল মহাম্মদ রফির গলায় গান গাইতে পারেন বছর চল্লিশের এই ব্যক্তি। তাঁর টোটোয় উঠে গান শুনতে শুনতেই যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছে যান। তাঁর গান শুনে আব্দুল মহম্মদ মুজফফরকে উৎসাহ দিতেও ভোলেননা অনেকেই। স্বপ্ন পুরণ হয়নি ঠিকই, তবে আব্দুল মহম্মদ মুজফফর এখনো হাল হাল ছাড়েননি। তাঁর আশা, সুযোগ পেলেই তিনি মহাম্মদ রফির গলায় গান করবেন এবং মানুষের মন জয় করবেন।

তবে এই করোনা আতঙ্কের মাঝেও আব্দুল মহম্মদ মুজফফরের কাছে বড় পাওনা, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে করোনা নিয়ে মানুষকে গান গেয়ে সচেতন করতে পারছেন। পুজোর সময় সকলে যাতে মাস্ক পরেন, সামাজিক দূরত্ব মেনে প্রতিমা দর্শন করেন, তার পরামর্শ দিচ্ছেন আব্দুল। 
তাঁর উদ্দেশ্য কোনওভাবে যেন করোনা না ছড়ায়। 

.