প্যারোলে মুক্তি পেয়ে জেল থেকে 'ছুটি' পেলেন সঞ্জয় দত্ত

অভিনেতা সঞ্জয় দত্তকে প্যারোলে জামিন দিল আদালত। মুন্নাভাইয়ের শরীর খারাপ থাকায় তাঁকে ১৪ দিনের জামিন দেওয়া হল। পুণের ইয়েরাওয়াড়া জেল থেকে সঞ্জয়কে কখন ছাড়া হবে তা অবশ্য এখনও জানা যায়নি।

Updated By: Oct 1, 2013, 12:05 PM IST

অভিনেতা সঞ্জয় দত্তকে জেল থেকে ছুটি দেওয়া হল। মুন্নাভাইয়ের পায়ের চিকিত্‍সার জন্য মেডিক্যাল গ্রাউন্ডে তাঁকে ১৪ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হল। ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ মামলায় সঞ্জয় বর্তমানে এই জেলে তাঁর ৪২ মাসের কারাবাসের মেয়াদ কাটাচ্ছেন।
বেআইনি অস্ত্র তাঁর বাড়িতে লুকিয়ে রাখার ঘটনায় সঞ্জয় দত্ত দোষী সাব্যস্ত হন। অভিযোগ ওই অস্ত্র ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডের জন্য ব্যবহার হওয়ার কথা ছিল। সঞ্জয়ের ৫ বছরের জেল হয়। দেড় বছর তাঁর জেলে থাকা হয়ে গিয়েছে।
বাড়ি সাড়ে তিন বছরের জেলের মেয়াদ পূর্ণ করতে তাঁকে ফের জেলে যেতে হয়। বান্দ্রার পালি হিলের বিলাসবহুল ফ্ল্যাট থেকে মুন্নাভাইয়ের ঠিকানা হয়ে যায় পুণের ইয়েরওয়াড়া জেল৷

.