মার্কিন কংগ্রেসে তৃতীয় ভারতীয় হিসাবে নির্বাচিত অমি বেরা

দালিপ সিংহ সৌন্দ, ববি জিন্দলের পর এবার অমি বেরা। হোয়াইটহাউসে শাসক হিসাবে দেখা যাবে ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে। মার্কিন কংগ্রেসে তৃতীয় ভারতীয় হিসাবে নির্বাচিত হলেন অমি বেরা। ডঃ অমি বেরা ক্যালিফর্নিয়ায়, ডিসট্রিক্ট সেভেন কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে জয়ী হলেন। কঠিন লড়াইয়ের পর ৪৫ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত হারালেন রিপাবলিকান পার্টির ডান লানগ্রিনকে।

Updated By: Nov 7, 2012, 05:08 PM IST

দালিপ সিংহ সৌন্দ, ববি জিন্দলের পর এবার অমি বেরা। হোয়াইটহাউসে শাসক হিসাবে দেখা যাবে ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে। মার্কিন কংগ্রেসে তৃতীয় ভারতীয় হিসাবে নির্বাচিত হলেন অমি বেরা। ডঃ অমি বেরা ক্যালিফর্নিয়ায়, ডিসট্রিক্ট সেভেন কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে জয়ী হলেন। কঠিন লড়াইয়ের পর ৪৫ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত হারালেন রিপাবলিকান পার্টির ডান লানগ্রিনকে। বেরা পেলেন ৮৮, ৪০৬টি ভোট। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী লানগ্রিন পেলেন ৮৮,২২২টি ভোট। মার্কিন কংগ্রেসে এতদিন দু’জন মাত্র ভারতীয়-মার্কিন ছিলেন। ১৯৫০ সালে প্রথম হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সদস্য হন দালিপ সিংহ সৌন্দ। দ্বিতীয় জন হলেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্দল। এ বার সেই তালিকায় যোগ হল অমি বেরার নাম।
তবে অমি বেরা ছাড়া হোয়াইট হাউসের ভোটযুদ্ধে নামা বাকি পাঁচ বংশোদ্ভূত ভারতীয় জিততে পারলেন না। রিকি গিল, সৈয়দ তাজ, জ্যাক উপল, মানান ত্রিবেদী, উপেন্দ্র চিবুকুলা এই পাঁচ বংশোদ্ভূত ভারতীয় মার্কিন ভোটযুদ্ধে হেরে গেলেন। আশা জাগিয়েও জিততে পারলেন না রিকি গিল। রিকি হারলেন দশ হাজার ভোটে। তিন বারের জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জেরি ম্যাকনার্নির কাছে ২৫ বছরের রিকি গিল অবশ্য ভোট গণনার শুরুর দিকে কিছুটা এগিয়ে ছিলেন। মিশিগান থেকে হারলেন বিহারের ‘ছেলে’ ডেমোক্র্যাট প্রার্থী সৈয়দ তাজ। পেনসিলভ্যানিয়ার চিকিৎসক ডেমোক্র্যাট মানান ত্রিবেদী এই নিয়ে পর পর দু’বার প্রার্থী হয়েও জিততে পারলেন না। প্রত্যাশিতভাবে হারলেন ক্যালিফোর্নিয়া থেকে ভোটে দাঁড়ানো ডেমোক্র্যাট জ্যাক উপল। তবে সবচেয়ে মার্কিন মুলুকের ভোট ময়দানে সবচেয়ে হতাশ করলেন উপেন্দ্র চিবুকুলা।

.