সিপিআইএম কাউন্সিলরকে জোর করে পদত্যাগপত্রে সই আরামবাগে

সিপিআইএম কাউন্সিলরকে জোর করে পদত্যাগপত্রে সই আরামবাগে

Updated By: Dec 3, 2013, 09:50 PM IST

হালিশহরের পুনরাবৃত্তি এবার হুগলির আরামবাগে। রাতে বাড়িতে চড়াও হয়ে এক সিপিআইএম কাউন্সিলরকে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেওয়া হল।

সিপিআইএমের অভিযোগ, তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই কাজ করেছে। গতকাল রাতে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত যশের বাড়িতে হানা দেয় কিছু দুষ্কৃতী। কাউন্সিলরকে মারধর করে হুমকি দিয়ে পদত্যাগত্রে সই করিয়ে নেওয়া হয়।

পদত্যাগপত্রে সই না করলে বাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয়। বাড়িতে অস্ত্র রেখে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় ওই কাউন্সিলরকে। বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করেন ওই সিপিআইএম কাউন্সিলর। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। যদিও তৃণমূলেরই অন্য গোষ্ঠী ঘটনার নিন্দা করেছেন।

.