শিবরাত্রির পুজোয় বলি তারকারা, দেখুন ছবি ও ভিডিয়ো

 হৃত্বিক রোশ ও তাঁর পরিবার, কৃতি শ্যানন, অমৃতা রাও, মিশিকা চৌরাশিয়া সহ আরও অনেকেই ছিলেন। 

Updated By: Mar 4, 2019, 09:20 PM IST
শিবরাত্রির পুজোয় বলি তারকারা, দেখুন ছবি ও ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: শিবরাত্রি উপলক্ষ্যে শিবের মাথায় জল ঢালা থেকে পুজা অর্চনা নিয়েই ব্যস্ত ছিলেন বলিউড সেলেবরা। এই তালিকার হৃত্বিক রোশ ও তাঁর পরিবার, কৃতি শ্যানন, অমৃতা রাও, মিশিকা চৌরাশিয়া সহ আরও অনেকেই ছিলেন। 

শিবরাত্রিতে স্ত্রী সুজান খান ও দুই সন্তানদের নিয়ে শিবের পুজো করতে দেখা যায় হৃত্বিক রোশনকে। শিবের মাথায় দুধ ঢালেন রাকেশ রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান। প্রসঙ্গত সুজানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হলেও আপতত প্রায়ই দুজনকে একসঙ্গেই দেখা যায়। সুজানও হৃত্বিকের পরিবারের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আবার দুই সন্তানদের নিয়ে ছুটি কাটাকেও যান হৃত্বিক-সুজান। 

আরও পড়ুন-মোদীর বায়োপিকের শ্যুটিংয়ে জ্বালানো হল আস্ত একটা ট্রেনের বগি

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শিবরাত্রির পুজো করতে দেখা যায় অভিনেত্রী কৃতি শ্যাননকেও। মায়ের সঙ্গে সঙ্গে মন্দিরে পৌঁছন কৃতি।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শিবরাত্রির পুজো করতে দেখা যায় টাইগার শ্রফকেও।

আরও পড়ুন-কুম্ভে যাওয়ার সময় বিমানে এই কাণ্ডটাই করছিলেন রণবীর-আলিয়া, সামনে এল ভিডিও

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শিবরাত্রি উপলক্ষে মুম্বইয়ের রাস্তায় গরুকে খাওয়াতে দেখা যায় অভিনেত্রী মিশিকা চৌরাশিয়াকে। শিবরাত্রির পুজো করেন অভিনেত্রী অমৃতা রাও।

আরও পড়ুন-'জয় হিন্দ' লেখায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে পিটিশন দাখিল পাকিস্তানের

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

এদিকে শিবরাত্রি উপলক্ষে সকলকে সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে অন্যান্য তারকারা।

এদিকে শিবরাত্রিতে কুম্ভমেলায় আগামী ছবি ব্রহ্মাস্ত্রর ফার্স্ট লুক প্রকাশ করতে গিয়ে পুজো আচ্চা সারতে দেখা যায় রণবীর আলিয়াকেও।

আরও পড়ুন-কুম্ভে গিয়ে 'ধম্মো-কম্মো' সারলেন রণবীর-আলিয়া

.