কুম্ভে গিয়ে 'ধম্মো-কম্মো' সারলেন রণবীর-আলিয়া

Mar 04, 2019, 20:34 PM IST
1/9

'ব্রহ্মাস্ত্র' ছবির ফার্স্ট লুক প্রকাশ্য়ে আনতে শিবরাত্রিতে কুম্ভ মেলায় গিয়ে হাজির হয়েছিলেন রণবীর-আলিয়া ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

2/9

ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনার আগে কুম্ভে পুজো-আচ্চা সারতেও দেখা গেল রণবীর-আলিয়াকে।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

3/9

কুম্ভে একান্তে রণবীর-আলিয়া।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

4/9

আলিয়ার হাতে কিছু একটা বেঁধে দিচ্ছেন পুরোহিত, পাশে দাঁড়িয়ে পরিচালক।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

5/9

কুম্ভে পরিচালকের সঙ্গে আলিয়া।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

6/9

কুম্ভে রণবীরের সঙ্গে একান্তে আলিয়া।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

7/9

গঙ্গা আরতি করছেন আলিয়া।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

8/9

গঙ্গা আরতি করলেন রণবীর কাপুর।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

9/9

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ব্রহ্মাস্ত্র ছবিটি শিব ট্রিলজির উপরে তৈরি। আর সেকারণে শিবরাত্রিতে কুম্ভে গিয়ে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)