বালাসাহেবের মৃত্যুতে বলিউডের শোকাবার্তা

দীর্ঘ অসুস্থতার পর আজ বিকেল সাড়ে তিনটেয় মাতুশ্রীতে মারা গেলেন মারাঠি `গড ফাদার` বাল ঠাকরে। তাঁর মৃত্যুতে মূহ্যমান মুম্বইয়ের চলচ্চিত্র মহল। সংবাদ মাধ্যমে শোক জ্ঞাপনের পাশাপাশি টুইটার জুড়ে ছড়িয়ে পরেছে সেলিব্রিটিদের শোক বার্তা।

Updated By: Nov 17, 2012, 11:03 PM IST

দীর্ঘ অসুস্থতার পর আজ বিকেল সাড়ে তিনটেয় মাতুশ্রীতে মারা গেলেন মারাঠি 'গড ফাদার' বাল ঠাকরে। তাঁর মৃত্যুতে মূহ্যমান মুম্বইয়ের চলচ্চিত্র মহল। সংবাদ মাধ্যমে শোক জ্ঞাপনের পাশাপাশি টুইটার জুড়ে ছড়িয়ে পরেছে সেলিব্রিটিদের শোক বার্তা।

যাঁরা টুইট করেছেন
:
অমিতাভ বচ্চন: গত কয়েকদিন আমি ওঁর বিছানার পাশে বসে শুধু প্রার্থনা করে গিয়েছি। দেখেছি, নিঃশ্বাস নিতে ওঁর কী কষ্ট হয়েছে, তবু লড়াইটা চালিয়ে গিয়েছেন... প্রত্যেক দিনের ওঁর এই লড়াইয়ে চিকিত্সকরাও বিমূঢ় হয়ে গিয়েছিলেন। আর এখন এটা ভাবতেই কষ্ট হচ্ছে যে, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।
লতা মঙ্গেশকর: আজ সাড়ে তিনটেয় হিন্দু হৃদয় সম্রাট, পরম প্রিয় শ্রী
বালাসাহেব ঠাকরে আমাদের ছেড়ে অনন্তে বিলীন হয়ে গেলেন। মহারাষ্ট্র অনাথ হয়ে
গেল একথা সত্যি। এতদিন ধরে উনি যে মহান কাজ, মহারাষ্ট্রের সেবা এবং ছত্রপতি
শিবাজী মহারাজের নাম মহারাষ্ট্রের বুকে বাঁচিয়ে রেখেছেন তা আর কেউ করেননি।
বালাসাহেবের পবিত্র আত্মা কে আমরা, মঙ্গেশকাররা কোটি কোটি প্রণাম করি এবং
প্রার্থনা করি যেন ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দেন।
করণ জোহর: ঠাকরে পরিবারকে সমবেদনা জানাই...আরআইপি, বালাসাহেব...
মহেশ ভট্ট: মৃত্যু কখনও আমাদের কাছে মৃত্যু হন না যদি না আমরা মৃতকে ভুলে যাই। মুম্বইকরদের কাছে বাল ঠাওকের স্মৃতি চিরদিন অক্ষুণ্ণ থাকবে।
অনুপম খের:
নিউ ইয়র্কে সকালবেলা ঘুম ভাঙতেই বালাসাহেবের মৃত্যুর খবর পেলাম। উনি
'লার্জার দ্যান লাইফ' চরিত্র হয়ে বেঁচে থাকবেন। উপকারী, সাহসী এবং
সত্যিকারের জাতীয়তাবাদী নেতা ছিলেন উনি।
অর্জুন রামপাল: আরআইপি, বালাসাহেব... তাঁর পরিবারকে সমবেদনা জানাই। আপনার শান্তি কামনা করি...
মধুর ভান্ডারকর: আরআইপি বালাসাহেব। নিজের বিশ্বাসের প্রতি অটুট আস্থা ছিল তাঁর। এই কারণেই তিনি নেতা। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। স্পষ্টবাদী এবং শাণিত পর্যবেক্ষক ছিলেন বালাসাহেব। তাঁর অভাব অনুভুত হবে।
রণদীপ হুদা: ক্ষতি!!! ব্যক্তিত্বের পাহাড়, বিতর্কের সমুদ্র...
বিবেক ওবেরয়: মহারাষ্ট্রের বাঘ। ঠাকরে পরিবার ও তাঁর অনুগামীদের জন্য আমাদের প্রার্থনা।
সিদ্ধার্থ: বাল ঠাকরে মৃত। আপনি যদি জন্মসূত্রে মহারাষ্ট্রের অধিবাসী না হন, আমার মনে হয় না ওনার নিজের লোকদের থেকে সমবেদনা (জানানো) ছিনিয়ে নেওয়াকে উনি ভাল চোখে দেখতেন।
আফতাব শিবদাসানি: আরেক মহীরূহের পতন ঘটল। তাঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর তাঁকে শান্তি দিন। ওম সাই রাম। 
রাজ কুন্দ্রা: মুম্বই সম্পর্কে আমি কত কম জানি... শুধু এটুকুই বলতে পারি 'এক থা টাইগার!' একজন মানুষ যাঁর হাজার হাজার অনুগামী। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।
অজয় দেবগণ: নিষ্ঠাবান ও দূরদর্শী। মহান নেতা। আরআইপি, বালাসাহেব ঠাকরে...
হেমা মালিনী: যুদ্ধ শেষ, অবিনশ্বর জীবনের শুরু। শ্রী বালাসাহেব ঠাকরের পরিবারকে যে মর্মান্তিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে তা ভেবে আমি সত্যিই দুঃখিত। তাঁদের প্রতি আমার সমবেদনা।
শোভা দে: মহারাষ্ট্রের ক্ষমতাশালী বাঘ আর গর্জন করবে না। আরআইপি, বালাসাহেব ঠাকরে...
রণবীর শৌরে: বাঘ আর নেই। আরআইপি, বালাসাহেব ঠাকরে...

এছাড়াও টুইট করেন দিয়া মির্জা, গুল পনাগ, সুহেল শেঠ, শিরিশ কুন্দর প্রমুখরা। বাল ঠাকরের মৃত্যুতে আগামিকাল বন্ধ থাকছে মুম্বইয়ের সমস্ত সিনেমা হল।

.