কোনও ভাবেই ইউপিএ সরকারে ফিরে যেতে নারাজ করুণানিধি

অবস্থানে অনড় ডিএমকে। কোনও অবস্থাতেই ইউপিএকে সমর্থন না করার কথা স্পষ্ট করে দিলেন দলের প্রধান এম করুণানিধি। শুক্রবার তিনি আবারও বলেন, শ্রীলঙ্কার তালিম ইস্যুতে তাঁদের দাবি না মানায় ইউপিএ থেকে সরে এসেছে ডিএমকে। করুণানিধি বলেন, "শ্রীলঙ্কার তামিলদের জন্য কিছু না করার জন্যই আমরা সরকার ছেড়ে বেরিয়ে এসেছি।"

Updated By: Mar 29, 2013, 05:57 PM IST

অবস্থানে অনড় ডিএমকে। কোনও অবস্থাতেই ইউপিএকে সমর্থন না করার কথা স্পষ্ট করে দিলেন দলের প্রধান এম করুণানিধি। শুক্রবার তিনি আবারও বলেন, শ্রীলঙ্কার তালিম ইস্যুতে তাঁদের দাবি না মানায় ইউপিএ থেকে সরে এসেছে ডিএমকে। করুণানিধি বলেন, "শ্রীলঙ্কার তামিলদের জন্য কিছু না করার জন্যই আমরা সরকার ছেড়ে বেরিয়ে এসেছি।"
শ্রীলঙ্কার তামিলদের `যুদ্ধ অপরাধের` আন্তর্জাতিক আইন মেনে যথাযথ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাক্তন তামিলনাডু মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমাদের দাবি তাঁদের মানতেই হবে।"
গত সোমবারের গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ডিএমকে নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, ইউপিএ জোটে ফিরে যাওয়া তো দূর, মনমোহন সরকারকে বাইরে থেকে সমর্থনও করবেন না তাঁরা।

.