বিকিনিতে সমুদ্রে ভাসছেন অভিনেত্রী, ভাইরাল হল ছবি

আরও  বেশ কিছু ছবি দেখা যায়

Updated By: Sep 6, 2019, 11:57 AM IST
বিকিনিতে সমুদ্রে ভাসছেন অভিনেত্রী, ভাইরাল হল ছবি

নিজস্ব প্রতিবেদন: 'কসৌটি জিন্দগি কে' টু-এর শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই তাঁর ভক্তের সংখ্যা বাড়তে শুরু করে। রূপোলি পর্দায় নতুন মুখ হয়েও এরিকা ফার্নান্ডেজকে নিয়ে ভক্তদের উতসাহ ক্রমশ শুরু করেছে বাড়তে। এবার সেই উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে দিলেন অভিনেত্রী নিজে।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন : আশা পারেখের কথাতেই জীবনের এই চরম সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র!
সম্প্রতি মলদ্বীপে বেড়াতে যান এরিকা। মলদ্বীপের সৈকতে দাঁড়িয়ে এবার বিকিনি ছবি শেয়ার করলেন এরিকা। মলদ্বীপে গিয়ে কখনও লাল, কখনও গোলাপি রঙের আবার কখনও কমলা রঙের বিকিনিতে এরিকাকে দেখার পর থেকেই তাঁর ভক্তদের ঘুম ছুটতে শুরু করে। 'কসৌটি জিন্দগি কে'-র প্রেরণার ওই ছবি দেখে মুগ্ধ হয়ে যান তাঁর সহঅভিনেত্রী হিনা খান। এরিকার ছবির নীচে ওলালালা লেখেন হিনা। প্রসঙ্গত, 'কসৌটি জিন্দগি কে'-তে কমোলিকার চিরত্রে দেখা যায় হিনা খানকে।

আরও পড়ুন :  বিকিনি পরে সৈকতে নাচছেন বলিউড অভিনেত্রী, ভাইরাল ভিডিয়ো
মলদ্বীপে গিয়ে শুধু বিকিনি ছবি শেয়ার করেই চুপ করে থাকেননি এরিকা। আরও একটি ছবিতে তাঁকে সমুদ্রের দিকে মুখ করে বসে থাকতে দেখা যায়। 
দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

শোনা যাচ্ছে, 'কসৌটি জিন্দগি কে'-র শ্যুটিং করতে গিয়ে সহঅভিনেতা পার্থ সমাথানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এরিকা। যদিও এ বিষয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

.